১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


অভিবাসীদের গ্রেফতারের সংখ্যা ২ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
অভিবাসীদের গ্রেফতারের সংখ্যা ২ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে নিরপরাধ এক অস্ট্রেলিয়ান নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন এজেন্টরা


যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর পরিসংখ্যান অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে অপরাধমূলক রেকর্ডবিহীন অভিবাসীদের গ্রেফতারের সংখ্যা ২ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৬ নভেম্বর ২০২৫ তারিখে আইস -এর অধীনে যুক্তরাষ্ট্রজুড়ে ৬৫ হাজার ১৩৫ জন ব্যক্তিকে আটক করে রাখা হয়। তথ্য অনুযায়ী, আটকদের মধ্যে ৩০ হাজার ৯৮৬ জন বা ৪৮ শতাংশ কোনো অপরাধমূলক রেকর্ড ছাড়াই শুধু আমেরিকার অভিবাসন আইন লঙ্ঘনের কারণে গ্রেফতার করে রাখা হয়েছে। এদের আইস ইমিগ্রেশন লঙ্ঘনকারী বলে অভিহিত করে। অন্যদিকে ১৭ হাজার ১৭১ জন বা ২৬ শতাংশ ব্যক্তিরা ইতিমধ্যেই বিচারপ্রক্রিয়ায় অপরাধী হিসেবে দণ্ডিত এবং আরো ১৬ হাজার ৯৭৮ জন বা ২৬ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে এখনো বিচারাধীন অভিযোগ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সব ধরনের আইস আটকদের মধ্যে অপরাধমূলক রেকর্ডবিহীন গ্রুপের বৃদ্ধি সবচেয়ে দ্রুত এবং উল্লেখযোগ্য। শুধু আইসের মাধ্যমে গ্রেফতারদের মধ্যে জানুয়ারি ২৬ থেকে নভেম্বর ১৬ পর্যন্ত অপরাধবিহীন গ্রেফতারকের সংখ্যা ২ হাজার ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময় যারা অভিযোগ বা দণ্ডপ্রাপ্ত, তাদের সংখ্যা যথাক্রমে-৭৩ শতাংশ এবং ২২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধির ফলে প্রথমবারের মতো, অপরাধবিহীন গ্রেফতারদের সংখ্যা দণ্ডপ্রাপ্তদের চেয়ে বেশি হয়েছে। সেপ্টেম্বরে ২১ থেকে নভেম্বর ১৬ পর্যন্ত অপরাধবিহীনদের সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে, অথচ দণ্ডপ্রাপ্তদের সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে গুরুতর অপরাধী লক্ষ্যবস্তু করা অভিযানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ এখন অনেক গ্রেফতারকৃতই শুধু অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য ধরা পড়েছেন।

আইসের গ্রেফতারদের মধ্যে রয়েছে তাদেরও যারা মূলত কমিউনিটি বা স্থানীয় কারাগার থেকে আটক হয়েছেন, এছাড়া সীমান্তে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)-এর মাধ্যমে আইসে হস্তান্তরিত ব্যক্তিরাও আছে। নভেম্বর ১৬ পর্যন্ত ৫২ হাজার ৫১০ জন আইসের মাধ্যমে এবং ১২ হাজার ৬২৫ জন সিবিপির মাধ্যমে আটক হয়েছেন। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, যেমন বর্ডার জার টম হোম্যান এবং কার্যনির্বাহী আইস পরিচালক টড লায়ন্স জানিয়েছেন, যেকোনো ব্যক্তি যারা অভিবাসন আইন লঙ্ঘন করছেন, তাদের আটক করা হবে, এমনকি যদি তারা অভিযান লক্ষ্যবস্তু না হয়। এ ধরনের পাশ্চাত্য গ্রেফতারের নিয়ম বাইডেন প্রশাসনের সময় নিষিদ্ধ ছিল।

অবশেষে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাক্লাফলিন জানিয়েছেন, প্রশাসন সবচেয়ে গুরুতর অপরাধী অভিবাসীদের লক্ষ্য করছে, যেমন হত্যাকারী, ধর্ষক, গ্যাং সদস্য, পেডোফাইল এবং সন্ত্রাসবাদী। তিনি দাবি করেছেন যে, আইস দ্বারা গ্রেফতারদের ৭০ শতাংশ অপরাধমূলক অভিযোগ বা দণ্ডপ্রাপ্ত, যদিও সময়সীমা বা বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি। অপরাধবিহীন গ্রেফতারদের ক্ষেত্রে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে তারা বিদেশে অপরাধমূলক রেকর্ড বা নিরাপত্তা হুমকি থাকতে পারে, তবে এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এই পরিসংখ্যান এবং অভিবাসন নীতির পরিবর্তনগুলো দেখাচ্ছে, ট্রাম্প প্রশাসনের সময়কালেও আইসের গ্রেফতারের লক্ষ্য শুধু গুরুতর অপরাধী নয়, বরং অপরাধবিহীন অভিবাসীদের ওপরও ব্যাপক প্রভাব ফেলেছে।

শেয়ার করুন