২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৪৪:৩৮ পূর্বাহ্ন


ঘোষণা স্টেট সরকারের
এনওয়াইপিডির রাতের ওভারটাইম সাবওয়ের নিরাপত্তায় ৭৭ মিলিয়ন ডলার বহাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-১২-২০২৫
এনওয়াইপিডির রাতের ওভারটাইম সাবওয়ের নিরাপত্তায় ৭৭ মিলিয়ন ডলার বহাল রাতে নিউইয়র্ক সিটি সাবওয়েতে টহল দিচ্ছে এনওয়াইপিডি


নিউইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় ২০২৬ সালেও এনওয়াইপিডি সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের (ওভারটাইম) খরচ বহাল রাখবে নিউইয়র্ক স্টেট সরকার। এমন ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। গত ১৮ ডিসেম্বর দেওয়া এক ঘোষণায় তিনি জানান, যাত্রী সংখ্যা বেড়েছে, তবুও সাবওয়েতে অপরাধের হার বর্তমানে গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে যাত্রীদের নিরাপত্তা আরো জোরদার করতে সাবওয়েতে পুলিশের বাড়তি উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গভর্নর হোচুল বলেন, নিউইয়র্ক স্টেটের ইতিহাসে এই প্রথম স্টেট সরকার এনওয়াইপিডির ওভারটাইম খরচে সরাসরি অর্থায়ন করছে। আমরা আগেও করেছি, আবারও করছি। তার ভাষায়, সাবওয়ে কেবল একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং এটি নিউইয়র্কবাসীর দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। এখানকার নিরাপত্তা নিশ্চিত করাই স্টেট সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। চলতি বছরের জানুয়ারিতে শহরের প্রতিটি রাতভর চলাচলকারী সাবওয়ে ট্রেনে এনওয়াইপিডি কর্মকর্তাদের মোতায়েন করা হয়। সে সময় এটিকে একটি সাময়িক ব্যবস্থা হিসেবে ঘোষণা করা হলেও বৃহস্পতিবারের ঘোষণায় স্পষ্ট করা হয়েছে যে, এই উদ্যোগ দীর্ঘমেয়াদে চলবে। সাবওয়ে নিরাপত্তা জোরদার করতে নতুন করে স্টেট সরকার অতিরিক্ত ৭৭ মিলিয়ন ডলার বরাদ্দ দিচ্ছে। এ বরাদ্দ দিয়ে মূলত পুলিশ সদস্যদের অতিরিক্ত শিফট ও ওভারটাইম ব্যয় মেটাতে ব্যবহৃত হবে।

স্টেট প্রশাসনের মতে, সাবওয়েতে দৃশ্যমান পুলিশ উপস্থিতি যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়িয়েছে এবং অপরাধ প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও গুরুতর অপরাধের ঘটনা গত দেড় দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। সমর্থকদের মতে, গণপরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যয় যৌক্তিক ও প্রয়োজনীয়।

শেয়ার করুন