০৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৮:২১:০১ অপরাহ্ন


নরসিংদী জেলা সমিতির পিঠা উৎসব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৫
নরসিংদী জেলা সমিতির পিঠা উৎসব পিঠা উৎসবে অংশগ্রহণকারীরা


উডসাইডের কুইন্স প‍্যালেস পার্টি হলে নিউইউর্কের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএর পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ও প্রায় চার শতাধিক প্রবাসী নরসিংদীবাসী সপরিবারে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন ও প্রচণ্ড শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক মহিলা এই আকর্ষণীয় পিঠা উৎসবে উপস্থিত হন ও বিশেষ করে নরসিংদী জেলা সমিতির নেতৃবৃন্দের পরিবারবর্গ ও নারী সদস্যরা নিজেরাই বাড়ি থেকে পিঠা তৈরি করে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল এইচ খান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক সভাপতি ও সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজহারুল ইসহাক খোকা ও গেস্ট অব অনার সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড সদস্য আহসান হাবীব। উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ড সদস্য বি এম মোরাদ।

বিশেষ অতিথি ছিলেন মাসুদ রানা, সভাপতি ইয়েলো সোসাইটি, মোর্শেদ খান শিবলি সাধারণ সম্পাদক ইয়েলো সোসাইটি, রাসেল আকন্দ, সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা সমিতি ও মোহাম্মদ রহমান শাহীন। পিঠা উৎসবে আহ্বায়ক ছিল শামীমা খান, প্রধান সমন্বয়কারী নাসরিন জাহান সুমি, সমন্বয়কারী তহুরা বেগম ও সদস্য সচিব জেরিন আজাদ নূপুর।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর, সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল, সিনিয়র সহ-সভাপতি ইকবাল এ ভূঁইয়া, ট্রাস্টি সদস্য ইঞ্জিনিয়ার আহসানুল হক, মাহাবুব হোসেন, এ কাদের জিলানী, মাহাবুবর রহমান চুন্নু, সাবেক ভিপি আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী, জসিম খন্দকার ও ফিরোজ আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মুকুল, সালাউদ্দিন খান তুহিন, জিয়াউর রহমান, মহসিন হোসেন, ইসমাইল হোসেন, অলিউল্লাহ খন্দকার সুমন, সাইফুর রহমান সাইফুল, আব্দুল কাইউম, মতিউর রহমান, নাজমুল হক, মাসুদুর রহমান মোরাদ, মোফাজ্জল হক ও কার্যকরি পরিষদের সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপস্থিত সকলকে ঘরে তৈরি নরসিংদীর জনপ্রিয় রকমারি পিঠা, চটপটি, নুডুলস ও অন্যান্য স্নেকস পরিবেশন করা হয়। পিঠা উৎসবের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী সজীব, নাজু আখন্দ, রোজী আজাদ, বুলা আফরোজ, আন্জুমান পলাশী, জহির টিপু ও জি এম জুয়েল, ফারুক রফিকী, আমিনুল খান, এম এম জিন্নাহ, তাহমিনা নুপুর, জেসমিন আনোয়ার, আশরাফুল ইসলাম, হুমায়ন কবীর, ইকবাল কবির, ইয়াসীন মিয়া, স্বপন ও মো. কামরুজ্জামান।

পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহসানুল হক বাবুল ও সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

সবশেষে রাত ১১টায় নরসিংদী জেলা সমিতির সভাপতি শামীম গফুর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী সজীব, নাজু আখন্দ, রোজী আজাদ, বুলা আফরোজ, আন্জুমান পলাশী, জহির টিপু ও জি এম জুয়েল।

শেয়ার করুন