০৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:৫১:৪৯ পূর্বাহ্ন


বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৬
বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ ইন্তেকাল করেছেন


জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১ জানুয়ারি রাত ৯টায় নিজ বাসভবনে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সন্তান ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএস ইনক্ উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ও আগানগর গ্রামের বাসিন্দা ছিলেন। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন জানান, তিনি থাকতেন এলেমহার্স্টের একটি বাসায়।

মরহুমের জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজায় কম্যুনিটির সর্বস্তরের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মরহুমের জানাজার আগে তারই আত্মীয় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন এবং দেশ এবং প্রবাসের সবার কাছে বিনীত অনুরোধ জানান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মাসুদের আত্মার মাগফিরাত কামনায়। জানাজা শেষে তাকে নিউজার্সির মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাসুদকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মোহসিন পাটোয়ারী, পরিবারের সদস্যসহ অসংখ্য মুসল্লি মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন ।

মোয়াজ্জম হোসেনের মৃত্যুতে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ ইনকের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং সকলের কাছে জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, মোয়াজ্জেম হোসেন এক সময় নিউইয়র্কে অ্যাটর্নি ব্রুশ ফিসারের অফিসে কাজ করতেন। শেষ কয়েক বছর ধরে তিনি অধিকাংশ সময় বাংলাদেশেই থাকতেন। কয়েক মাসের জন্য আমেরিকায় আসতেন।

শেয়ার করুন