১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:৪৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কাল বাংলাদেশ - আফগানিস্তান ম্যাচ
উত্তেজনা ছড়িয়ে জিতল ভারত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২২
উত্তেজনা ছড়িয়ে জিতল ভারত ছক্কা হাকিয়ে জয়ের পর হারদিক পান্ডিয়াকে নিয়ে দিনেশ /ছবি সংগৃহীত


তুমুল উত্তেজনাপূর্ন ম্যাচে পাকিস্তানকে শেষ ওভারে হারালো ভারত। দুবাইয়ে স্বল্প টার্গেটেও পাকিস্তান যেভাবে ম্যাচটার শেষ মুহুর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রেখেছে। ভারতও ছিল প্রচন্ড টেনশনে সেটা ছিল আসলে ক্রিকেটের চীরাচরিত সেই অনিশ্চয়তারই দোলাচাল।

এ ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে পাকিস্তান ১৪৭ রান সংগ্রহে সমার্থ হয়। রেজওয়ান করেছিল সর্বোচ্চ ৪৩ রান ৪২ বলে। এ ছাড়া ইফতিখারের  ২৮ রান উল্লেখযোগ্য। ভারতের বোলারদের মধ্যে ভুবেনেশ্বর কুমার নেন চার উইকেট। এছাড়া হারদিক পান্ডিয়া নিয়েছেন তিনটি। 

এরপর খেলতে নেমে ভারতও রান সংগ্রহে ধুকছে। বিশেষ করে পাকিস্তানের বোলরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজেই জিতে যাবে বলে যে ধারনা ছিল সেটা বদলে দিয়েছে। শেষ পর্যন্ত জিতেছে তারা। কিন্তু উত্তেজনা ছড়িয়ে দুই বল হাতে রেখে। হারদিক পান্ডিয়া ছক্কা হাকিয়ে ওই জয় নিশ্চিত করেন। শেষ তিন বলে অবশ্য ৬ রানেরই ছিল প্রয়োজন। পান্ডিয়া ১৭ বলে করেন ৩৩। এছাড়া কোহলি ও জাদেজা করেন ৩৫ করে রান। নেওয়াজ নেন তিন উইকেট। 

কাল বাংলাদেশ প্রথম ম্যাচে খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে। 


শেয়ার করুন