১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৩:৩২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


প্রগ্রেসিভ ফোরামের পুনর্মিলনী ও বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২২
প্রগ্রেসিভ ফোরামের পুনর্মিলনী ও বনভোজন প্রগ্রেসিভ ফোরামের পুনর্মিলনীর দৃশ্য


নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে প্রগ্রেসিভ ফোরামের পুনর্মিলনী এবং বনভোজন অনুষ্ঠিত হয়েয়ছে। প্রায় দুইশতাধিক মানুষের উপস্থিতিতে গত ৪ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। 

পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জুলফিকার হোসেন বকুল, ডা.সামাদ, ওবায়েদুল্লা মামুন, আমির আলী, সাগর লোহানী, ক্রীড়াবীদ মহিউদ্দিন দেওয়ান, নারী নেত্রী নাজমা শওকত, গাইবান্ধা সোসাইটির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মতুর্জা। প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে ‘বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের কর্তব্য’ শীর্ষক আলোচনায় অংশ গ্রহণ করেন পরিবেশবিদ ড.নজরুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান, সংগঠনের প্রাক্তন সভাপতি খোরশেদুল ইসলাম, অধ্যাপক হুসনে আরা বেগম, শেখ আকতারুল ইসলাম, জাকির হোসেন বাচ্চু ও শহীদ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্মু।

ক্রীড়া পরিচালনা করেন হিরো চৌধুরী, প্রতীমা সরকার, সবুক্তগীন সাকী, মিষ্টি বর্মণ, কল্লোল দাস, রত্না।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহমিনা শহীদ, অর্ঘসারথী সিকদার, শহীদ উদ্দিন, সবুক্তগীন সাকী। পুনর্মিলনী ও বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হিরো চৌধুরী, আহসান হাসান ও কল্লোল দাস। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন