শরতের শেষ হেমন্তের আগমনে চমৎকার আবহাওয়া এবং উৎসবমুখর পরিবেশে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিতির নির্বাচনে মান্নান-দুখু, রুহুল-অপু প্যানেল ও স্বতন্ত্র সেক্রেটারি তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় দুটি প্যানেল এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থক ও শুভানুধ্যায়ীরা আনন্দ-উচ্ছ্বাস করতে থাকেন। তারা তাদের প্যানেল এবং প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে তাদের হাতে ছিল নানা ধরনের পোস্টার ও ব্যানার। গত ২১ সেপ্টেম্বর ওজোন পার্কের আল মদিনা পার্টি হলে পৃথক দুটি প্যানেল ও স্বতন্ত্র সেক্রেটারি প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেন। এ সময় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান, কমিশনের সদস্য শামীম আহমদ, মোহাম্মদ আমিনুল হোসেন, বজলুর রহমান, আবদুল জলিল চৌধুরী উপস্থিত ছিলেন। প্রথমে মনোনয়নপত্র দাখিল করেন-মান্নান-দুখু প্যানেলের সভাপতি প্রাার্থী আবদুল মান্নান, সেক্রেটারি প্রার্থী আবদুল হান্নান দুখু, কোষাধ্যক্ষ সিপিএ রুহেল আবদীনসহ প্যানেলের বিভিন্ন পদে বাকি ১৬ জন প্রার্থী। পরে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্রভাবে সেক্রেটারি পদপ্রার্থী কমরউদ্দীন। সবশেষে মনোনয়নপত্র জমা দেন রুহুল-অপু প্যানেলের সভাপতি প্রার্থী মুহিবুর রহমান রুহুল, সেক্রেটারি পদপ্রার্থী রেজাউল আলম অপু, কোষাধ্যক্ষ প্রার্থী রেজাউল হক রেজা। এরপর অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সাহায্য ও সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে মনোনয়নপত্র জমা সম্পন্ন হয়েছে এবং উভয় প্যানেলের ১৯টি করে ৩৮টি ও স্বতন্ত্র সেক্রেটারি পদসহ ৩৯টি মনোনয়নপত্র বাছাই পর্বে সঠিক হয়েছে। ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। মনোনয়নপত্র জমা দেওয়ার ফি বাবদ ২৮ হাজার ৫০০ ডলার সংগৃহীত হয়েছে।
মনোনয়নপত্র জমা প্রদানের সময় প্যানেলদ্বয়ের ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপস্থিতি ও স্লোগানে স্লোগানে হল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রতিটি প্যানেলকে সময় বেঁধে দেওয়ায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয় এবং নির্বাচন কমিশনও তাদের কাজ সূচারুরূপে সম্পন্ন করে।
মনোনয়নপত্র জমাদানকারী :
মান্নান-দুখু প্যানেল : সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি দাবিদ হাছান স্বপন, সেক্রেটারি আবদুল হান্নান দুখু, সহ-সেক্রেটারি শাহীন এ জলিল, কোষাধ্যক্ষ রুহেল আবদীন (সিপিএ), সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু তৈয়ব মোহাম্মদ তালহা, দফতর সম্পাদক আবদুল হামিদ, প্রচার সম্পাদক মারুফ রহমান মাহিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হুসেন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা বেগম। কার্যকরি সদস্য-মোহাম্মদ লুতফুর রহমান, মোহাম্মদ এফএইচ সোনার, তোফায়েল আহমদ উজ্জ্বল, খালেকুজ্জামান, নাহিদুর রহমান, মোহাম্মদ হাকিম, সাব্বির হোসেন। সেক্রেটারি পদে স্বতন্ত্রপ্রার্থী কমর উদ্দীন।
রুহুল-অপু প্যানেল : সভাপতি মুহিবুর রহমান রুহুল, সহ-সভাপতি আবদুল ফাত্তাহ, সেক্রেটারি রেজাউল আলম অপু, সহ-সেক্রেটারি রাজু আহমদ, কোষাধ্যক্ষ রেজাউল হক (রেজা), সাংগঠনিক সম্পাদক শামছুল আলম শিপলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ আহমদ, দফতর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক ছিদ্দিক আহমদ, ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক জাহিদুর রহমান (রুবেল), মহিলাবিষয়ক সম্পাদক হাফছা ফেরদৌস হেলেন। কার্যকরি সদস্য- নুরুজ্জামান জামান সুহেল, আবদুল আহাদ (জুনেদ), ওমর মোহাম্মদ ছিদ্দিকী (জুন্না) মোহাম্মদ জাকির হোসেন (অপু), মোহাম্মদ জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম মনসা, আল মোস্তাজাব।