২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:৫৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


চামড়া
দলিলুর রহমান
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
চামড়া


সে রাতে একটি বুলেট উপহার দিয়ে চলে গেলে যুদ্ধে

তুমি আর ফিরলে না

আজ সেই বুলেট থেকে জন্ম নিলো

একটি পতাকা

একটি লাল সূর্য

সেই সাথে জন্ম নিলো একটি সোনার ছেলে

জানো, তোমার ছেলে এখন

একজন মস্ত বড় কৃষিবিজ্ঞানী

মানুষের কল্যাণে ছেলেটি উদ্ভাবন করে

নতুন নতুন খাদ্যশস্য, বাঁচার নতুন আশা

দেশ-বিদেশে তার কতো সুনাম

সেই সাথে তোমারও নাম

আমাদের হৃদয়ে তুমি মরোনি

মরবে না কোনোদিন

জানতে পারলাম তোমার মুক্তিযোদ্ধা সনদটি

তোমার নামেরই আরেকজন

চুরি করে নিয়ে এমপি হয়েছে

যেমন ওরা দখল করে নদী

অন্যের জমি ও ঘরবাড়ি

ওদের সব আছে

ওদের মতা আছে

প্রতিপত্তি আছে

অহংকার আছে


কিন্তু জানো,


শুধু চামড়াটাই নেই।


পৃথিবী অনেক এগিয়েছে এই পঞ্চাশ বছরে

বিজ্ঞান এখন মানুষের চোখ না থাকলেও

চোখ দিতে পারে

কান না থাকলেও কান দিতে পারে

মাইক্রোচিপ এখন একজন আজীবন পঙ্গুকেও

হাঁটাতে পারে

কিন্তু যাদের চামড়া নেই

বিজ্ঞান তাদেরকে চামড়াটি দিতে পারে না

দুর্ভাগ্য কি জানো,

তোমার মুক্তিযোদ্ধা সনদটি

চুরি করে যারা এমপি, মন্ত্রী ও নেতা সাজে

তারাই জন্ম দিয়ে যাচ্ছে চামড়াহীন মানুষ

আমাদের সোনার দেশটি এখন ভরে গেছে

সেই মানুষে।


শেয়ার করুন