০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


অন্বয় প্রকাশের বর্ষপূর্তিতে আলোচনা ও পুরস্কার বিতরণ
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২৩
অন্বয় প্রকাশের বর্ষপূর্তিতে আলোচনা ও পুরস্কার বিতরণ পুরস্কার হাতে লেখকবৃন্দ


দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে কবি-সাহিত্যিকদের মাঝেঅন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২২প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা।

পুরস্কার বিতরণের আগে দেশের বিশিষ্ট লেখক-গবেষক শিক্ষাবিদরাতথ্যপ্রযুক্তি ইন্টারনেট যুগে প্রকাশনার ভবিষ্যৎশীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ-প্রাবন্ধিক-গবেষক মোহিত উল আলম, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ-প্রাবন্ধিক-গবেষক রফিক উল্লাহ খান, বরেণ্য শিক্ষাবিদ-প্রাবন্ধিক-গবেষক-নাট্যকার রতন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, কবি বিমল গুহ, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্য সচিব খ্যাতিমান বাচিক শিল্পী রূপা চক্রবর্তী, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, ন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপল শিশুসাহিত্যিক ডা. মিজানুর রহমান কল্লোল, শিশুসাহিত্যিক ফোকলোর গবেষক . তপন বাগচী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন।

বিষয়ের ওপর আলোচনায় বক্তাদের বক্তব্যে উঠে আসে তথ্যপ্রযুক্তি প্রকাশনা ভবিষ্যৎ কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না, বরং প্রকাশনার মানোন্নয়নে সহায়ক। তথ্যপ্রযুক্তি ইন্টারনেটের জন্য পাঠক অনেক গুরুত্বপূর্ণ বইয়ের হার্ডকপি সংগ্রহ করতে না পেরে অনলাইনে পড়তে পারছে। আসলে আমাদের মূলকাজ হবে পাঠক সৃষ্টি করা। তাহলেই প্রকাশনা যেমন টিকে থাকবে, তেমনি তথ্যপ্রযুক্তি ইন্টারনেটও মানবকল্যাণে অধিকতর ভূমিকা রাখবে।

আলোচনা শেষে খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী সম্পাদিতপ্রকাশনাপত্রিকার মোড়ক উন্মোচন এবং সবশেষে অনুষ্ঠিত হয় কবি বাচিক শিল্পীদের অংশগ্রহণে কবিতা পাঠ আবৃত্তি।

হুমায়ূন কবীর ঢালীর সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি পরিচালনা উপস্থাপনা করেন কথাসাহিত্যিক শিব্বীর আহমেদ।

শেয়ার করুন