৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০১:১৮:০৯ অপরাহ্ন


আপাতত ছাত্রলীগের নেতাদের ধরপাকড় জোরদার
সৈয়দ মাহবুব মোর্শেদ
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
আপাতত ছাত্রলীগের নেতাদের ধরপাকড় জোরদার ছাত্রলীগের হামলা


একের পর এক নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। চলতি মাসে একিই দিনে প্রায় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, আপাতত অন্তর্বর্তী সরকার নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওপর কঠোর নজরদারি রাখবে। এর পাশাপাশি চলবে ধরপাকড়। এমন আভাস মিলেছে সরকারের ওপরের পর্যায় থেকে। 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে যে, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকান্ড চালানোর অভিযোগে তামান্না জেসমিন রিভাকে আটক করা হয়েছে। প্রায়ই একিই দিনে আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

অন্যদিকে অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে, আপাতত যে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে তারই মহড়া এটি। ধীরে ধীরে অন্যদের বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হবে বলে সরকারের শীর্ষ পর্যায়ের একটি সুত্র নিশ্চিত করেছে। 

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বলেছেন, গ্রেপ্তার অভিযান জোরদার করার বিষয়ে আমরা গত কয়েকদিনে বেশকিছু তৎপরতা লক্ষ্য করেছি। গ্রেপ্তার অভিযান আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলাফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন। দেখা গেছে, তার এমন বক্তব্যের পরপরই গ্রেফতার অভিযানের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। 

ছাড় পাবে না অন্যরাও

এদিকে একটি সূত্র জানায়, কেবল যে আওয়ামী লীগের এই ভাতৃপ্রতীম সংগঠন নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হবে তা-ও না। আওয়ামী লীগের সাথে ১৪ দলের ব্যানারে থাকা ছাত্র-যুব সংগঠনের ব্যাপারে সাড়াশি অভিযান চলবে। এমন আভাসও দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন