১৫ জুন ২০১২, শনিবার, ১১:৫২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘সেন্ট মার্টিন দ্বীপের ঘটনায় সরকারের ‘নিশ্চুপ’ ভূমিকানতজানু পররাষ্ট্রনীতির প্রকাশ’ ‘আমাদের কেউ আক্রান্ত হলে, সেই আক্রমণের জবাব দেয়া হবে’ বিএনপির নতুন দুই কমিটি ২৬০ সদস্যের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি বিএনপির কেন্দ্রীয় পদে রদবদল ‘লাব্বাইক আল্লাহহুম্মা লাব্বাইক। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক' শরীফ জামিল ওয়াটারকিপার এলায়েন্সের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত বাজেটের প্রায় এক তৃতীয়াংশ ঋণের সুদ পরিশোধ করতে চলে যাবে -ফয়জুল করীম জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার না থাকায় মেগা দূর্নীতিবাজ দের জন্ম- সাইফুল হক


দুর্নীতি রোধে তদন্ত কমিশন গঠন করুন - গণফোরাম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২৩
দুর্নীতি রোধে তদন্ত কমিশন গঠন করুন - গণফোরাম


বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান বলেছেন, সরকার গণশুনানী ছাড়াই এক মাসের মধ্যে দুবার বিদ্যুতের দাম বাড়িয়ে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ট। এর সঙ্গে সরকারের জ্বালানীখাতে সঠিক পরিকল্পনার অভাব ও ভুল সিদ্ধান্তের কারণে বারবার বিদ্যুৎ, গ্যাস, ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনকে আরও দূর্বিসহ করে তুলবে।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন। 

গণফোরাম নেতারা দেশের জ্বালানী খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠনপূর্বক এ খাতের দূর্নীতি ও অপচয় রোধকল্পে সঠিক পরিকল্পনা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে আহবান জানানো হয়।  


শেয়ার করুন