০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


লায়ন্স ক্লাবের জমজমাট ইফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২২
লায়ন্স ক্লাবের জমজমাট ইফতার লায়ন্স ক্লাবের ইফতারে মঞ্চে অতিথিবৃন্দ


নিউইয়র্ক বাংলাদেশি লায়ন্স ক্লাবের জমজমাট ইফতার পার্টি গত ১৫ এপ্রিল উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পার্টিতে মূলধারা এবং কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সচিব হাস জিলানী এবং এ এফ মিসবাহউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, সাবেক সভাপতি আসেফ বারী টুটুল, সাবেক সভাপতি শাহ নেওয়াজ, সাবেক সভাপতি মতিউর রহমান, জেবিবিএ’র একাংশের সভাপতি গিয়াস আহমেদ, আরেক অংশের সভাপতি হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, মিজানুর রহমান, খান’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট নাইমা খান, ইভান খান, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, শো-টাইম মিউজিকের সভাপতি আলমগীর খান আলম, জেবিবিএ’র সহ-সভাপতি মোহাম্মদ আলম ননি, আব্দুর রশিদ বাবু, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম আব্দুর রশিদ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ, লায়ন রকি আরিয়ান, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রশিদ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ, জেবিবিএ’র সভাপতি হারুণ ভুইয়া, সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খালেক, কমিউনিটি অ্যাকটিভিস্ট নাসির আলী খান পল, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে. চৌধুরী, শিল্পী রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, ত্রিনিয়া হাসান, মোস্তফা অনিক রাজ, আফতাব জনি, চন্দ্রা রায়, ব্যবসায়ী দুলাল বেহেদু, রাজনীতিবিদ আবু সাঈদ আহমদ, পুলিশ অফিসার জামিল সরোয়ার, আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ সোবহান, মুন মুন হাসিনা বারী, লেখক সাঈদ তারেক, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, সাবেক সভাপতি আমিন খান জাকির, অ্যাডভোকেট মুজিবুর রহমান, রেজওয়ান আহমেদ, গোলাম এন হায়দার মুকুট, ডা. মাসুদুর রহমান, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, ফেমড রকি, মইনুজ্জামান চৌধুরী, রহিম মিয়া, বগুড়া সমিতির সভাপতি মেহব্বত আলী আকন্দ, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান প্রমুখ।

এ ছাড়াও ইফতার পার্টিতে লায়ন্স ক্লাবের সেন্ট্রাল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাবের ইফতার পার্টির আয়োজনটি ছিলো চমত্কার। অন্যদিকে ইফতার পার্টি সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।


শেয়ার করুন