১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২৩
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির অভিষেক অভিষেক অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ


বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির অভিষেক বিপুলসংখ্যক মৌলভীবাজার জেলাবাসী, মেইনস্টিম ও কমিউনিটি নেতাদের উপস্থিতিতে গত ৪ জুন সন্ধ্যায় প্যাটারসনের ফায়ারম্যান হলে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নিউ জার্সির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক। প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তরপদার রাহাত। তাকে সহযোগিতা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুম চৌধুরী, কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ রুহুল আমিন মান্না, মোনাজাত করেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী। অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রসপেক্ট পার্ক সিটির মেয়র টি খায়রুল্লাহ, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ জুবায়ের আলী, বিদায়ী সভাপতি ও ট্রাস্টি বের্ডের সদস্য সেলিম চৌধুরী, প্যাটারসন সিটির কাউন্সিল প্রেসিডেন্ট শাহিন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির কাউন্সিল প্রেসিডেন্ট মো. আবুল হোসেন, প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ ফরিদ উদ্দিন, সামারসেট নিউ জার্সির কাউন্সিল ওমেন শিপা উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকান ইনকের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, ইন্তেশাম চৌধুরী, অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুল মুক্তাদির তোফায়েল, আবু সুফিয়ান তালুকদার মাহমুদ, মো. ইউনুস, শামিম কুরুরী, শহিদুল ইসলাম, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সদস্য, মঈন উদ্দিন ভুইয়া, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, আলতাপ হোসেন আসুক, সৈয়দ শওকত আলী, কামদান তরপদার, লোকমান তরপদার মৌলা, শহীদ আহমদ, আব্দুল আউয়াল শিপার, শাহজান আহমদ, নাজমুল আলম, জালাল উদ্দিন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ আর নুমান, সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি মো. আব্দুল কায়েদ মাসুদ, সহ-সভাপতি মিটু মিয়া, সহ-সভাপতি মো. আলম, কমিউনিটি লিডার মালিকুল ইসলাম ও আজমল আলী। এছাড়াও উপস্থিত ছিলেন প্যাটারসন সিটির কমিশনার জহেদ রহিম, কমিশনার ইমরান হোসেন, কমিশনার দীপ্ত রায়, কমিশনার, প্রসúেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার নিয়াজ নাদিম, কমিউনিটি অ্যাকটিভিস্ট শামিম আহমদ, মিয়া মো. আফজল, সাবেক ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, বাবু বিশ্বজিত দেব, কাজী আলমগীর, শামছুদ্দিন অপু, তাজ উদ্দিন, রুহেল হাসান, আব্দুল করিম, হোসেন আহমদ, নুরুজ্জামান সুহেলসহ অন্যান্য নেতারা। আলোচনা শেষে ফুল দিয়ে অভিষিক্ত করা হয় নবনির্বাচিত কর্মকর্তা, ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ জুবায়ের আলীকে। একে একে কর্মকর্তাদের নাম ঘোষণা করলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী সভাপতি সেলিম চৌধুরী।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন-সভাপতি মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি এ আর নুমান, সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, সহ-সভাপ্তি মো. আব্দুল হান্নান, সহ-সভাপতি মো. আবু কায়েদ মাসুদ, সহ-সভাপতি মিটু মিয়া, সহ-সভাপতি মো. আলম, সহ-সভাপতি জহির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাসুম চৌধুরী, কোষাধ্যক্ষ আশফাক তরপদার সুমন, সাংগঠনিক সম্পাদক ইমদাদুর রহমান বুলবুল, আবুল খায়ের জুয়েল, দপ্তর সম্পাদক আক্তার হোসেন নুমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া খান, সমাজ কল্যাণ সম্পাদক মো. হক সুহেল, ক্রীড়া সম্পাদক রুবেল কুরুরী, মহিলা সম্পাদিকা সেলিনা আরা বেগম, সদস্য কুতুব উদ্দিন, সদস্য সুমি ভুইয়্যান, সদস্য মহসিন আহমদ, সদস্য মুহি উদ্দিন আদিল, সদস্য তুহেলুর রহমান, সদস্য সাইফুল ইসলাম, সদস্য সেলিম আহমেদ, সদস্য মো. আরফ হোসেন, সদ্যস্য দেলোয়ার রহনান, ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের সদস্যদের ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ কেক কেটে তাদের যাত্রার সূচনা করেন, এরপর অ্যাসোসিয়েশনের সবাইকে সঙ্গে নিয়ে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ অভিষেক উপলক্ষে মৌলভীবাজার জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রকাশিত স্মরণিকা ‘হৃদয়ে মৌলভীবাজার’-এর মোড়ক উন্মোচন করা হয়।

২য় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রোকশানা মীর্জা, রাজিবসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

শেয়ার করুন