০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভা
শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র : ফরহাদ হোসেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র : ফরহাদ হোসেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভায় মঞ্চে নেতৃবৃন্দ


নিউইয়র্কে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৯ জুন নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক আয়োজিত এ সংবর্ধনায় নর্থ বেঙ্গলসহ বিভিন্ন জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন। 

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাসেম ও মোহাব্বত আকন্দের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আবু সুফিয়ান, প্রধান সমন্বয়কারী মনিরুল ইসলাম মনির, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন নেতা রুহুল আমিন সরকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী ও চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর শাখার সদস্য সচিব ফয়েজ চৌধুরী, ফারুক চৌধুরী প্রমুখ।

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতোয়ারুল আলম, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দী, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, সৈয়দা মাহমুদা শিরিন, পারভেজ সাজ্জাদ, সরোয়ার খান বাবু, ভিপি জসীম, মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, সাইফুর রহমান খান হারুন, ইলিয়াস হোসেন, রুবেল হাসান, এলান চৌধুরী, দিদার চৌধুরী, রিয়াজ মাহমুদ, মিয়া আলম পাখি, বাদল মির্জা, রুহমুল ইসলাম প্রিন্সসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন গোলাম হোসেন। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান সবাই।

অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফরহাদ হোসেন আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হয় ক্রেস্ট।

প্রবাসীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হয়ে ফরহাদ হোসেন আজাদ উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রবাসীদের দেওয়া এই ভালোবাসা ও সম্মানের কথা কখনো ভুলে যাবেন না বলে জানান।

ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ থেকে বর্তমান অবৈধ সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, হাসিনা সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এ সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোরও সময় পাবে না। তিনি আরো বলেন, আমরা বিদেশিদের কাছে যাইনি। যারা বাংলাদেশের বন্ধু তারাই বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় এবং একটি অবাধ, সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনে এগিয়ে এসেছেন।

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অতিথিসহ সবাইকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন