০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৩৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাইডেন প্রশাসন ৮৫ হাজার অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
বাইডেন প্রশাসন ৮৫ হাজার অবৈধ অভিবাসীকে ডিপোর্ট করেছে


প্রেসিডেন্ট জো বাইডেন কোভিড-১৯ মহামারির সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত টাইটেল ৪২ গত মে মাস থেকে তুলে নেন। টাইটেল ৪২ তুলে নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮৫ হাজার অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এটি গত বছরের একই সময়ের চেয়ে ৬৫ ভাগ বেশি যা ছিল ৫১,২৪৬। তার আগের বছরের একই সময়ে ৩৩,০৮৭ জনকে ডিপার্ট করা হয়েছিল।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারী আলেজান্দ্রো মায়োরকাস গত ২৬ জুলাই বুধবার হাউস জুডিশিয়াড়ী কমিটির সামনে স্বাক্ষ্যদানে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘সীমান্তে আইনিপন্থায় প্রবেশের পথ প্রসারিত করাই আমাদের লক্ষ্য। যারা আমাদের সীমান্তে অনিয়মিতভাবে প্রবেশ করে তাদের আইনভঙ্গেও পরিণতি দেওয়ার জন্য আমাদের এ পদ্ধতি কাজ করছে।’

ইউস ইমিগ্রেশন এন্ড কাস্টমস-এর হালিংজেন এর ফিল্ড অফিসের পরিচালক মিগুয়েল ভার গারা বলেছেন, এ পদ্ধতি তার ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আসার পরিণতি এবং ভুলভাবে আশ্রয় চাওয়ার পরিণতি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।

বাইডেন প্রশাসন গত মে মাসে টাইটের ৪২ প্রত্যাহারের সময় সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছিলেন। বাস্তবে তা ঘটেনি এবং প্রশাসন গত মে মাস থেকে অবৈধ সীমান্ত ক্রসিংয়ে ৪০ ভাগ হ্রাস পাওয়ার কথা ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন