০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৬:০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা তিন শতাধিক পরিবারকে
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
আটলান্টিক সিটিতে খাদ্য সহায়তা তিন শতাধিক পরিবারকে খাদ্য বিতরণ কর্মসূচিতে নেতৃবৃন্দ


নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২০ নভেম্বর সোমবার পালিত হলো খাদ্য সহায়তা কর্মসূচি। সিটি হলের সামনের উন্মুক্ত প্রাঙ্গণে দুপুর একটা থেকে খাদ্য সহায়তা কার্যক্রমের আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। ‘খাদ্য সহায়তা’ কর্মসূচির উদ্বোধন করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। এ সময় সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সহ-সভাপতি কলিম শাহবাজ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তা, বিএএসজে নেতৃবৃন্দসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগামী ২৩ নভেম্বর বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকস গিভিং ডে’ পালিত হবে। এই দিনটিকে উপলক্ষ করেই এই আয়োজন বলে জানা গেছে। খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এসময় প্রায় তিন শতাধিক মানুষ টার্কিসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী গ্রহণ করেন। বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজন খাদ্য সহায়তা গ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক। খাদ্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন কমিউনিটির লোকজন কমিউনিটির সেবায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন