২০ মে ২০১২, সোমবার, ০১:৩৫:২১ পূর্বাহ্ন


অ্যাওয়ার্ড পেল এস্টোরিয়া ওয়েলয়েফার সোসাইটি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
অ্যাওয়ার্ড পেল এস্টোরিয়া ওয়েলয়েফার সোসাইটি কুইন্স বরো প্রেসিডেন্টের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন জাবেদ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ


কুইন্স বরো প্রেসিডেন্টের ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড পেলো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্টর উদ্যোগে বাংলাদেশ হেরিটেজ ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ৫ মার্চ বরো হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুল মুকিত চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিউনিটির কল্যাণ আর মানবাতার সেবায় অবদান রাখার জন্য এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-কে বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনবান-এর পক্ষ থেকে ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সংগঠনের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।

এ সময় সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা এমাদ চৌধুরী ও দেওয়ান শাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ রোববার আল আমীন জামে মসজিদে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকে’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন