১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ফরিদপুর জেলা এসোসিয়েশনের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৩
ফরিদপুর জেলা এসোসিয়েশনের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের কয়েকজন


ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক্’র ঈদ-পূজা পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়র্কের জ্যামাইকার ইকরা পার্টি সেন্টার মিলনায়তনে। গত ১০ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জমকালো এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিকাল ৫টা থেকেই ফরিদপুর প্রবাসী মা-বোনেরা তাদের নিজের হাতের রকমারি পিঠা নিয়ে ভেন্যুতে আসতে থাকেন। কেউ আনেন ভাপা পিঠা, কেউ ভেজানো পিঠা, দুধ পুলি, তেলে ভাজা পিঠা, চিতই পিঠা সাথে ধনিয়া পাতা বাটা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, বিরিপোডা পিঠা, নকশী পিঠা, পায়েশ, পাস্তাসহ রকমারি সব পিঠা। 

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু। পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।

অনুষ্ঠানে রাখেন আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব শিহান রেজা, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব রেজওয়ান সিদ্দিকী রেজা, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আবজাল মিয়া, আবু বকর সিদ্দিক, খান হাবিবুর রহমান, এফ এম রেজাউল করিম, শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাসুদ হায়দার লস্কর, সালাউদ্দিন চৌধুরী, সাইফউদ্দিন মিলন, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, আবুল কাশেম এবং লিটু আনাম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, মেরীলিন হায়দার নাহার, রমজান আলী, দেবাশীস, মন্জিল চৌধুরী, লাকিবুল ইসলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম, এনামুল এহসান ত্বহা, খান নাজমুল হাসান, এস কে হিরু ও ভুপেশ ভৌমিক।

সঙ্গীত পরিবেশন করেন উপদেষ্টা মোহাম্মদ আলী আবজাল মিয়া ও ফরিদপুরের ক্ষুদে শিল্পী আমিনা। একই সাথে চলে পিঠা খাওয়ার উৎসব। সকলে মিলে সব রকমের পিঠা পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানের এক পর্যায়ে ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর পক্ষ থেকে ক্রয়কৃত কবরের মালিকানা সনদ সদস্যদের মাঝে প্রদান করা হয়। সবশেষে সভাপতি অলিয়ার রহমান সবাইকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান এবং যারা এই বাহারি রকমের পিঠা বানিয়ে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

শেয়ার করুন