০৯ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০১:৫০:০৪ পূর্বাহ্ন


রূপসী চাঁদপুর ফাউন্ডেশন
কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০১-২০২৬
কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পদককে ফুলেল শুভেচ্ছা


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন আনুষ্ঠানিভাবে বিভক্ত হয়ে পড়লো। এই বিভক্তি গত কমিটি করার সময়ও হয়েছিল, শেষ পর্যন্ত সকলের প্রচেষ্টা আবারও ঐক্য ফিরে আসে। এবারো সেই কমিটি গঠন নিয়ে সংগঠনটি বিভক্ত হয়ে যায়। এর মধ্যে রাজু সাহা বিপ্লব এবং সোহেল গাজীর নেতৃত্বাধীন অংশ গত ৪ জানুয়ারি জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে কার্যকরি কমিটি, উপদেষ্টা পরিষদ এবং ট্রাস্টি বোর্ড গঠন করে। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বের নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার হারুণ ভূঁইয়া এবং নির্বাচন কমিশনের সদস্য মামুন মিয়াজী। সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এই অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা হোসেন মুকুল, সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, উপদেষ্টা প্রফেসর শাহাদাত হাসান, উপদেষ্টা পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদ আলম খোকন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মাজহারুল ইসলাম চৌধুরী মুসা, সাবেক সভাপতি বাবুল চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক পাটোয়ারি, ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, নবনির্বাচিত সভাপতি রাজু সাহা বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটোয়ারি, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান পাটোয়ারি প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার হারুণ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন আর প্রাণের সংগঠন। এই সংগঠন করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি বলেন, কমিটি করার জন্য আমাকে প্রধান নির্বাচন কমিশন বানানো হয়েছে। কিন্তু আমি নিষেধ করেছিলাম। সবার অনুরোধের কারণে দায়িত্ব পালনে সম্মত হই। মনোনয়নপত্র জমা দেওয়ার পর দেখা গেল সভাপতি ৮ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী। সমঝোতা করতে গিয়ে সমঝোতা করতে ব্যর্থ হই, উল্টো সভাপতি প্রার্থী মাহবুব আমার সঙ্গে খারাপ আচরণ করে। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য এবং সভাপতিকে নিয়ে আমি সভাপতি হিসাবে রাজু সাহা বিপ্লবের নাম ঘোষণা করি, সাধারণ সম্পাদক পদে সোহেল মাহমুদকে। সেই সময় সবাই মেনে নিলেও পরে দেখা যায় সভাপতি একটি মিটিং ডেকে আমাকে বহিষ্কার করে এবং নতুন একটি কমিটি ঘোষণা করে। ওই অবস্থা আমিও কমিশনের সদস্য মামুন মিয়াজী বিপ্লবকে সভাপতি সোহেল গাজীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করি। আজকে পরিপূর্ণ কমিটি ঘোষণা করছি। তিনি ক্ষোভের সঙ্গে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন থেকে আমাকে বহিষ্কার করার ক্ষমতা কারো নেই। তিনি সভাপতি ও সাধারণ সম্পাদকে নাম ঘোষণা করেন।

কমিটির অন্যসব সদস্যের নাম ঘোষণা করেন মামুন মিয়াজী। নাম ঘোষণার পূর্বে তিনি বলেন, সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুম গঠনতন্ত্রবিরোধী কাজ করছেন। আমরাই আসল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন। তারা আরেকটি সংগঠন করেছে তারা সেই সংগঠন করুন আমাদের কোন অপত্তি নেই।

এবি সিদ্দিক পাটোয়ারি সংগঠনের কাগজপত্র এবং হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য সাবেক সভাপতির প্রতি আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি রাজু সাহা বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল গাজী তাদের দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে এই সংগঠনকে প্রবাসের আদর্শ সংগঠনের পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা রূপসী চাঁদপুর ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি

কার্যকরি কমিটি ২০২৬-২৭ : সভাপতি রাজু সাহা (বিপ্লব), সাধারণ সম্পাদক সোহেল গাজী, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এবি সিদ্দিক পাটোয়ারী, লুৎফুর রহমান চুন্নু, নুরুল আলম মজুমদার, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ জসিম উদ্দিন, সাকিল মিয়া, অ্যঠেিভাকেট নুবায়রা ইবনাত, সাইফুল ইসলাম লিটন, আহ্নাফ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহীম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আবু তাহের, নুরুল ইসলাম মিলন, ফয়সাল আহমেদ (রিপন), গোলাম আজম রকি, মামুন মজুমদার, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান পাটোয়ারী, সহ-কোষাধ্যক্ষ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর ঢালী, মহিলা সম্পাদক ফারহানা আক্তার শিমু, সাংস্কৃতিক সম্পাদক শেখ সায়েম উল্লাহ্, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু তাহের গাজী, দফতর সম্পাদক ওসমান ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক মো. নিয়াজ মোরশেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু বকর, আপ্যায়ন সম্পাদক মো. মোস্তাক আহমেদ, নির্বাহী সদস্য এসএম মাহবুবুর রহমান টিটু, আলমগীর হোসেন, গিয়াস উদ্দিন মাতাব্বর, মো. সাখাওয়াত হোসেন ফরহাদ, মাওলানা আ. রহমান, মো. বোরহান উদ্দিন, মো. আবু ইউসুফ, মো. মোফাজ্জল হোসেন রিয়াদ, ইমাম সোহেল, মাহমুদুল হাসান, মো. ইকবাল হোসেন, আবু বি সিদ্দিক (মশিউর), মোমিন হোসেন মিন্টু, মো. সামসুল আলম, পীরজাদা মেহদী হাসান, মো. মাহাবুবুর রহমান রিয়াদ, মো. সোহরাব খান (টিটু), মো. তানভীর হোসেন রনি, মানিক রাজা, শাহাদাত হোসেন, মো. আলম সরকার ও মো. ফারুক আহমেদ।

সভার দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কার্যকরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাজু সাহা (বিপ্লব) সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল গাজী পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভাপতি তার বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং চাঁদপুর ফাউন্ডেশনের অগ্রগতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। উপস্থিত সদস্যদের পূর্ণ মতামতের ভিত্তিতে ১২ সদ্যসের বোর্ড অব ট্রাস্টি এবং ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদ : হারুন ভুঁইয়া, মোস্তফা হোসেন মুকুল, ফিরোজুল ইসলাম পাটোয়ারী, আমিন খান জাকির, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজী, খোরশেদ আলম খোকন, প্রফেসর শাহাদত হাসান, মনির হোসেন, মাজাহারুল ইসালম চৌধুরী মুসা, জামান তপন, রফিকুর রহমান মিয়া, হাবিব খন্দকার, ডা. জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ, হুমায়ন কবির ও মোহাম্মদ আজাদ।

বোর্ড অব ট্রাস্টি : মো. রফিকুর রহমান, ডা. মঈনুল ইসলাম মিয়া, নার্গিস আহমেদ, মজিবুর রহমান মিয়া, মোর্শেদ আলম, নাজমুল আহসান, ডা. ধনঞ্জয় সাহা, মো. আলম, মনিরুজ্জামান মজুমদার, জসিম রাসেল, নূর আলী স্বপন ও হাসান ইমাম। 

শেয়ার করুন