৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০১:০৪:৫৯ অপরাহ্ন


নিউ মেক্সিকোর আইসিই সেন্টারে আটক ব্রাহ্মণবাড়িয়ার মুরসালিন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২৫
নিউ মেক্সিকোর আইসিই সেন্টারে আটক ব্রাহ্মণবাড়িয়ার মুরসালিন ডিটেনশন সেন্টার


৩১ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক এমডি মুরসালিন নিউ মেক্সিকোর একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সেন্টারে আটক রয়েছেন। তার আইনজীবীরা যুক্তরাষ্ট্র থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) আদেশ ঠেকাতে মামলা লড়ছেন। মুরসালিন উভয়কামী। কিন্তু বাংলাদেশে সমলিঙ্গ সম্পর্ক অবৈধ এবং শাস্তিযোগ্য। এমনকি মৃত্যুদণ্ডের ঝুঁকিও রয়েছে। এ কারণে তাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা আকটে দেওয়ার চেষ্টা করছেন আইনজীবীরা। এ খবর দিয়েছে নিউ মেক্সিকোর অনলাইন সান্তাফি নিউমেক্সিকান।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মুরসালিন। ২০২৪ সালের জুনে নিজের দেশ ছাড়েন যৌন পরিচয়ের কারণে হুমকি ও নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায়। তার নিউইয়র্কভিত্তিক আইনজীবী অ্যালেন শিউ জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে মুরসালিনকে অত্যন্ত কষ্টকর পথ পাড়ি দিতে হয়। প্রথমে তিনি কাতার হয়ে ব্রাজিল যান। এরপর বাসে ও হেঁটে পাড়ি জমান একের পর এক দেশ- বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা এবং মেক্সিকো।

অবশেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছে আশ্রয়ের আবেদন করেন। বর্তমানে আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকলেও মুরসালিন নিউ মেক্সিকোর আইসিই ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। তার আইনজীবীরা বলছেন, ফেরত পাঠানো হলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে।

শেয়ার করুন