০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৪
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


দেশ-বিদেশের সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আর সহমর্মিতা জানানোর পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে শনিবার (২৫ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ৩ মে ছিলো ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। ১৯৮৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন হয়ে আসছে। খবর ইউএনএ’র। 

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিতত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি ডা: চৌধুরী সারওয়ারুল হাসানের মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাছুম। এরপর দিবসটি স্মরণে ক্লাব সদস্য চৌধুরী মোহাম্মদ কাজল লিখিত বিশেষ নিবন্ধ পাঠ করে শুনান ক্লাবের কার্যকরি সদস্য মুস্তাফিজুর রহমান। 

সভায় আলোচনায় অংশ নেন ক্লাবের অন্যতম উপদেষ্টা মাইনুদ্দীন নাসের, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও আবু তাহের, ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনের সদস্য এবিএম সালেউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মাহাথির ফারুকী, কার্যকরি সদস্য আবিদুর রহীম প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।

সভায় বক্তারা দেশ-বিদেশের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দিনে দিনে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়েও নানাভাবে সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতাকে বাধাগ্রস্ত আর নিরুৎসাহিত করা হচ্ছে। সাংবাদিকতা আর সংবাদপত্র করপোরেট হাউজে আবদ্ধ হয়ে পড়ছে। এরপরও পেশাদার সাংবাদিকরা নানা প্রতিকূলতা উপক্ষো করে বিশ্ববাসীর বাক স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার আর আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে চলেছেন। যা আশার কথা।

শেয়ার করুন