০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৪৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
নিউইয়র্কে বিশ্ব মেডিটেশন দিবস মেডিটেশনে অংশগ্রহণকারীরা


গত ২১ মে শনিবার বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ'র  নিউ ইয়র্ক জ্যামাইকাস্থ কার্যালয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।" এতে কোয়ান্টাম পরিবারের সদস্য ও অতিথিরা অংশগ্রহণ করেন। সেখানে তিনমাস বয়সের নাহিয়ান যেমন ছিলেন, অন্যদিকে সত্তরোর্ধ মানোয়ারা বেগম ও ছিলেন। 

নিউইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হয় ইনডোর এবং অনলাইন  প্রোগ্রাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির ইউএস’র দায়িত্বশীল মোঃ রকিবুর রহমান। শুরুতে তিনি উপস্থাপন করেন  বিশেষ ভিডিও ডকুমেন্টারি "বিশ্ব মেডিটেশন দিবস : কী কেন কীভাবে"। লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি অংশ নিয়ে দিবসের তাত্পর্য এবং প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ'র নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আবদুল্লাহ ইউসুফ, প্রাক্তন কনসালটেন্ট, সেইন্ট বারনাবাস হাসপাতাল (নিউ ইয়র্ক) ও চীফ মেডিকেল কনসালটেন্ট, ব্যাক ইন মোশন লিমিটেড, ঢাকা। এর পর ছিল, বিশ্ব মেডিটেশন দিবসে মা-জীর শুভেচ্ছা বাণী এবং শাখার নিয়মিত ইভেন্ট মেডিটেশন। ইনডোর প্রোগ্রামের  শেষ আয়োজন বিষয়ভিত্তিক আলোচনায় আলোচক ছিলেন জনাব আবুল কালাম আজাদ টিপু। আলোচনার বিষয় ছিল : "সুন্দর আচরণ সুখ বাড়িয়ে দেয়।" 

করোনা পার্ক  কুইন্স মিউজিয়াম এর সামনে ছায়াসুনিবিড় পরিবেশে দুপুর থেকে শুরু হয় আউটডোর প্রোগ্রাম বিশেষ মেডিটেশন: "ভালো মানুষ, ভালো দেশ" দিয়ে। আনন্দঘন একটি ভিটি শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে কোয়ান্টাম পরিবারের সদস্য রেজাউল করিম এর গান পরিবেশনের মধ্যদিয়ে।

উল্লেখ্য, কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ'র সদস্যরা বাংলাদেশ ও ইউএসএ মিলিয়ে সর্বমোট ৮ টি স্থানে  ওয়ার্ল্ড মেডিটেশন ডে এর প্লেকার্ড প্রদর্শন করেন এবং মেডিটেশন করেন।

শেয়ার করুন