৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০১:১৪:১৪ অপরাহ্ন


মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদেরের সঙ্গে তার সিরিয়াল ২৮
সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৪
সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা ২০২৪ সনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের একক ভোটের মাঠে মনোনয়ন পাওয়া সাকিব/ফাইল ছবি ।


বিতর্ক পিছু লেগে থাকা সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার হত্যা মামলা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জন্য এটাই সর্বশেষ প্রাপ্তি কি না কে জানে! দেশের জন্য ক্রিকেট মাঠে লড়াই করে সাফল্য নিয়ে এসে মানুষের মনে স্বস্তি নিয়ে আসা সাকিব ক্যারিয়ারের শেষ লগ্নে। কিন্তু এমনি মুহুর্তে তার ব্যবসায়ী হয়ে ওঠা বুদ্ধিমানের কাজ হলেও রাজনীতিতে জড়ানো মোটেও সমীচিন ছিলনা এটা আলোচনায় ছিল তখনই। বিনা ভোটের নির্বাচনে দেশের সংসদ সদস্য হওয়া সাকিবের উচ্ছাস ছিল কম। কারন বিনা ভোট বলেই। কিন্তু সেটাই এখন কাল হয়ে দাড়িয়েছে।


নির্বাচনি প্রচারণায় সাকিব, তৎকালীণ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে/ফাইল ছবি 


দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকারের কৃতকর্মে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। সাকিবের সংসদ সদস্যের বয়স ৬ মাসে কিছু বেশী সময়। কিন্তু বিশ্ব বরেণ্য এ ক্রিকেটার আওয়ামী লীগের সুবিধাভোগীদের কাতারে যেয়ে এবার হত্যা মামলার শিকার হয়েছেন। বর্তমানে তিনি এখন ক্রিকেট খেলতে পাকিস্তানে।

সেখান থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই আটক হওয়ার কথা। তবে সাকিব যুক্তরাষ্ট্রেরও নাগরিক। ফলে এ পাকিস্তান সফরই তার জীবনের সর্বশেষ সিরিজ বলে মনে হচ্ছে। দেশের হয়ে আর ক্রিকেট খেলবেন কি না তবে বাংলাদেশে তার বিরুদ্ধে অপেক্ষা করছে গ্রেফতার পরোয়ানা। সরাসরি হত্যার জন্য নির্দেশক হিসেবে এসেছে তার নাম। মামলায় শেখ হাসিনার সঙ্গে তার সিরিয়াল ২৮। 


পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।  বৃহস্পতিবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছুড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান।
মামলার এজহারনামীয় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় ২৮ নম্বরে রয়েছে সাকিবের নাম।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছুড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান।

শেয়ার করুন