৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:১৬:৬ অপরাহ্ন


ব্রঙ্কসের কর্মিসভায় খোকন
বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টির অবকাশ নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টির অবকাশ নেই আনোয়ার হোসেন খোকনকে ফুলেল অভিনন্দন


বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন বিএনপি শহিদ জিয়ার উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বে খুবই সুসংগঠিত একটি রাজনৈতিক সংগঠন। এই দলের নেতা একজনই। আর তিনি হচ্ছেন তারেক রহমান। আর আমরা সবাই হচ্ছি তাঁর কর্মী। আমরা কর্মীরা বিভিন্ন দায়িত্বে থেকে তাঁরই নির্দেশে কাজ করছি। এই দলে থাকতে হলে আমাদের সকলকে দলীয় শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মানতে হবে। দলীয় কাউন্সিলে জিতলে এক কথা আর হারলে অন্য কথা- এটা এই দলে চলবে না। যে বা যারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাদেরকে বহিস্কার করা হবে। আনোয়ার হোসেন খোকন গত ২৭ সেপ্টেম্বর ব্রঙ্কসের খলিল চাইনিজ রেস্টুরেন্ট নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর পরিচালনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বেবি নাজনিন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপি নেতা জসীম উদ্দিন ভূইয়া, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপি সিনিয়ার সহ সভাপতি ভিপি জসীম উদ্দিন, জাফর তালুকদার, আব্দুর রহিম, মোহাম্মদ ঈশা খান সুলতান, বিলাল চৌধুরী, এবাদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়ার যুগ্ম সাধারণ আনোয়ার জাহিদ। বক্তব্য রাখেন এজিএম জাহাঙ্গীর হোসেইন, শরিফুল হক খালিশদার, সোহেল আহমদ, লিয়াকত আলী, সেবুল খান মাহবুব, শাহীন চৌধুরী, মোহ্দ রাজা, মোমতাজ আহমদ, সুলতান মাহমুদ সিদ্দিকি, শেখ আক্তার হোসেন নানু, শামীম আহমদ, দুলাল রহমান, তপদির রায় বরুন, ফারুক কবির, বেলাল আহমদ, দিলরোবা বেগম প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাংগঠনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং যথাশীঘ্র সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আনোয়ার হোসেন সভায় উপস্থিত হয়ে সকল নেতাকর্মীর বক্তব্য শুনেন। তিনি ব্যুরো কমিটিগুলো পুনর্গঠন করার তাগিদ দেন।

উল্লেখ্য, আনোয়ার হোসেন খোকন সম্প্রতি একটি সাংগঠনিক সফরে লন্ডন থেকে নিউইয়র্ক এসেছিলেন।

শেয়ার করুন