৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩৫:০৭ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন বক্তব্য রাখছেন ড. সিদ্দিকুর রহমান


গত ৩ নভেম্বর রোববার জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ দুটি স্থানে জেলহত্যা দিবসের অনুষ্ঠানের আয়োজন করে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। নিউইর্কের ওজনপার্কের লাবণ্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম। পরিবেশন করা হয় দুই দেশের জাতীয় সংগীত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহিদ হাসান, সদস্য হিন্দোল কাদির বাপ্পা, সোলেয়মান আলী, খান শওকত, শাহানারা রহমান, আশরাফুজ্জামান, নুরুল করিম জুয়েল, সৈয়দ কিবরিয়া জামান, দুরুদ মিয়া রনেল, শাহীন আজমল, দুলাল বিল্লাহ, মুজিবুর রহমান, রফিকুর রহমান, গাজী লিটন, সাখাওয়াত চঞ্চল, শাহনাজ মমতাজ, মুর্শেদা জামান, শেখ শফিকুর রহমান, মোশাহীদ চৌধুরী প্রমুখ।

অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আরেক অংশের অনুষ্ঠান গত ৩ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. প্রদীপ রঞ্জন কর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন।

সঞ্চালনায় ছিলেন হাজি এনাম ও শাহ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আতাউল গনি আসাদ। আলোচনা সভায় উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুল বাতেন, উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, রমেশ চন্দ্র নাথ, সদস্য বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, কার্যকরি সদস্য খোরশেদ খন্দকার, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, শ্যামল কান্তি, এ কে চৌধুরী, জালাল উদ্দিন জলিল, তফাজ্জল করিম, সুমন মাহমুদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, সৈয়দ আতিক, আবুল কাশেম ভুইয়া, যুগ্ম সম্পাদক শাখাওত আলী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুব্রত তালুকদার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রুমানা আক্তার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ওহাব জোয়ারদার, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুষার আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসাইন, মনির উদ্দীন প্রমুখ।

শেয়ার করুন