০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মইনুল ইসলামের মিট অ্যান্ড গ্রিট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
মইনুল ইসলামের মিট অ্যান্ড গ্রিট মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে মইনুল ইসলামকে ফুলেল অভিনন্দন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং আইকনিক রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলামের সম্মানে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান গত ১০ জুন সন্ধ্যায় ইয়াঙ্কার্সের ব্রডওয়ে ডিনার রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। বিশেষ করে সদ্য সমাপ্ত জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে মইনুল ইসলামের যেসব বন্ধু সার্বক্ষণিক তার পাশে ছিলেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিশেষ করে বাংলা চ্যানেল এবং শাহ গ্রæপের চেয়ারম্যান শাহ জে চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, হক অ্যান্ড সন্স এবং বাংলা চ্যানেলের চেয়ারম্যান ফজলুল হক, বদরুল-মইনুল প্যানেলের নির্বাচন কমিটি আহ্বায়ক মিসবাহ মজিদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, মঈনুজ্জামান চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, জেবিবিএ’র সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জিলানী খান, গোলাম ওসমানী খান, জেরিন খান, প্রফেসর আজহার আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জে মোল্লা সানি, নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, রুহিন মিয়া সাজু, অপু, মোহাম্মদ দীপু, কমিউনিটি অ্যাকটিভিস্ট নূরে আলম জিকো, শাহান খান প্রমুখ।

অনুষ্ঠানে বন্ধু মহল মইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান আয়োজনের জন্য মইনুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানান এবং নির্বাচনে তাকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মইনুল ইসলামকে অভিন্দন কুইন্স বাংলাদেশ সোসাইটিসহ কম্যুনিটির অন্যান্য সংগঠন। এ ছাড়াও নিউজার্সিসহ কুইন্সের বিভিন্ন এলাকায় মইনুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়।


শেয়ার করুন