১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:২০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বৃটিশ হাইকমিশনারের সাথে আলাদা বৈঠক করেছে বিএনপি ও জামায়াত
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৪
বৃটিশ হাইকমিশনারের সাথে আলাদা বৈঠক করেছে বিএনপি ও জামায়াত


বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা। দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল বারিধারায় হাইকমিশনারের বাসভবনে যান।

দেড় ঘন্টার বৈঠকে হাইকমিশনার নেতৃবৃন্দকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন।

দলের প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরীন মুন্নী ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

বিকাল সাড়ে তিনটায় জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বৃটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,সহকারি সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব ও মাহমুদুল হাসান চৌধুরী।

জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক  হয়েছে। সাক্ষাতে ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



শেয়ার করুন