০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পদ্মা টেস্ট সিরিজ
এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়াবার
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২২
এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়াবার লড়াইয়ে বেশ পেছনে। কিন্ত এখনও বাংলাদেশ দল সামার্থের সবটুকু দিয়ে লড়লে ভালকিছু করা সম্ভব। অধিনায়ক সাকিব কী টিমমেটদের সেটাই বুঝাচ্ছেন? ছবি সংগৃহীত


আমি নদী পারের মানুষ। প্রতি বর্ষায় ভাঙা গড়া দেখেছি নিয়মিত। শিশু কাল আর কৈশোরে।  বাংলাদেশের অহংকারের একাত্তরে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকেছি।  বাংলাদেশের বিশ্ব ক্রীড়াঙ্গনে বিশেষত বিশ্ব ক্রিকেট অঙ্গনে আবির্ভাব , হামাগুড়ি দেয়া শৈশব দেখেছি কাছে থেকেই। প্রায়শই হতাশ হয় , অভিমান করি, কিন্ত নদীপাড়ের বানভাষী মানুষের মতোই স্বপ্ন দেখি। 

দেশের ছেলেরা এখন দেয়ালে পিঠ রেখে লড়াই করছে সুদূর ক্যারিবীয় দ্বীপ পুঞ্জে।  প্রথম ইনিংসে ক্যারিবীয় টাইফুন ভাসিয়ে নিলেও কাল দিনশেষে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে। আমি ঝরা পালকের ধংসস্তূপে নীড় বাঁধা মানুষ। 

ছাই উড়িয়ে রতন খুঁজি। তাই আমি মনে করি এন্টিগা টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এখনো ১১২ রানে পিছিয়ে থাকা অবস্থান থেকে যদি তরুণ জয় আর শান্ত কোমর কোষে লড়াই করে সমতা আনতে পারে, তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আসে পাশে, মুমিনুল, সাকিব , লিটনে ভর করে ২০০-২২০ লিড পাবে বাংলাদেশ।  বাংলাদেশকে যেভাবে বোলিং করতে দেখেছি চতুর্থ ইনিংসে সাকিব , মিরাজ, মুস্তাফিজ, এবাদত , খালেদ স্বাগতিকদের চেপে ধরতে পারবে। 

বাংলাদেশ যেভাবে বোলিং করেছে ফিল্ডিংটা জুৎসই হলে ওয়েস্ট ইন্ডিজ কে ২০০ রানে আটকে রাখা যেত।  দ্বিতীয় ইনিংসে তামিমের ওই বলটি ছেড়ে দিলে কি হতো? তামিম দলের অবস্থান , নিজের উইকেটের মূল্য দিতে ভুল করেছে। আমি মনে করি জয় মাটি কামড়ে এক প্রান্ত সামাল দিবে। শান্ত, মমিনুলকে এই ইনিংসে ভালো খেলা ছাড়া বিকল্প নেই।

  লিটন , সাকিব  উইকেটে আসার আগে ঘাটতি মিটে গেলে ওরা  চাপ মুক্ত খেলতে পারবে। উইকেট এখন ব্যাটিং উপযোগী। যুদ্ধ করার আজ সেরা সময়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা স্বপ্ন দেখছে। বাংলাদেশিরা যখন যুদ্ধে যায় যুদ্ধ জয় করে ফিরে।  জানি আমার ক্রিকেট অভিজ্ঞতায় জিনিসটার অনেক চ্যালেঞ্জ ফুটে আছে। তাবু কেন জানি মন বলছে পারবে ,বাংলাদেশ ঘুরে দাঁড়াতে।  যুদ্ধ করে হেরে যাক কষ্ট পাবো না। কিন্ত বিনা যুদ্ধে যেন গুটিয়ে না যায় বাংলাদেশ।

শেয়ার করুন