০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্রে আ.লীগের সংগঠিত করার সংকল্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
যুক্তরাষ্ট্রে আ.লীগের সংগঠিত করার সংকল্প বক্তব্য রাখছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. ছিদ্দিকুর রহমান


যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সংগঠিত হওয়ার সংকল্প গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন উপলে ২৭ মার্চ রাতে জ্যাকসন হাইটসে আওয়ামী নেতাকর্মীরা এ সংকল্প গ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

সংগঠনের সভাপতি এ কে এম তারিকুল হায়দারের সভাপতিত্বে সিদ্দিকুর রহমান বলেন, আমরা রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। যুক্তরাষ্ট্রের মাটিতে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা বসবো। আমরা চাই একত্রিত হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়লাভ করাতে। 

অশ্রæসিক্ত নয়নে তারিকুল হায়দার বলেন, আমার কিছু পাওয়ার নেই। আমি পাওয়ার জন্য কোনোদিন রাজনীতি করিনি। বিদেশের মাটিতে যেন জামাত-শিবির-রাজাকারের বংশধরেরা বাংলাদেশের অর্জন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে না পারে, তা প্রতিহতের জন্য রাজনীতি করি। আসুন সবাই মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেয়ান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লস্কর মিঠু, গণেশ কীর্তনীয়া, আব্দুল ওয়াহেদসহ অন্য বক্তারা একই সুরে নিজেদের আত্মসমালোচনা করে নিজেদের সুসংগঠিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন