০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৬:০০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু ইউএস গ্রিনকার্ড


হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার একদিন পরই ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) সোমালিয়া, আফগানিস্তান, হাইতি, ইরান ও ভেনেজুয়েলাসহ উদ্বেগের তালিকাভুক্ত ১৯টি দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই ব্যাপক পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু করা হচ্ছে বলে ২৭ নভেম্বর এক বিবৃতিতে জানান ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সর্বাগ্রে এবং আগের প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির মূল্য আর আমেরিকানদের দিতে হবে না।

কোনো কোনো দেশকে উদ্বেগের তালিকাভুক্ত ধরা হয়েছে-এ বিষয়ে ইউএসসিআইএস জানায়, গত জুন মাসে হোয়াইট হাউসের এক ঘোষণায় যেসব দেশকে স্ক্রিনিং ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় অপর্যাপ্ত বলা হয়েছে, সেই ১৯ দেশই তালিকায় রয়েছে। এগুলো হলো-আফগানিস্তান, মায়ানমার (বর্মা), চাদ, কঙ্গোর গণপ্রজাতন্ত্রী, ইকুয়েটোরিয়াল গিনি, এরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। প্রশাসনের দাবি-এসব দেশ রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদের ঝুঁকি, দুর্বল প্রশাসনিক ব্যবস্থা বা নিরাপত্তা সহযোগিতার সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বিবেচিত, ফলে তাদের গ্রিনকার্ডধারীদের নথিপত্র কঠোরভাবে পুনরায় যাচাই প্রয়োজন। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এ নির্দেশ বাস্তবায়িত হলে তালিকাভুক্ত দেশগুলো থেকে আসা হাজারো বৈধ স্থায়ী বাসিন্দা অতিরিক্ত তদন্ত, প্রশাসনিক জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

এ ঘোষণা আসে হোয়াইট হাউসের নিকটে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলিতে আহত করার ঘটনার ঠিক একদিন পর। পরে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম মারা গেছেন এবং ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। হামলাকারীকে আফগানিস্তান থেকে আসা এক অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে, যাকে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর অপারেশন অ্যালাইজ ওয়েলকাম কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনিন পিরো জানান, তার দফতর সন্দেহভাজনের অভিবাসন ইতিহাস এবং কীভাবে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পেয়েছিলেন তা তদন্ত করছে। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট দাবি করেন, বাইডেন প্রশাসন ৮৫ হাজার আফগানকে পূর্বের তুলনায় কম কঠোর যাচাই-বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে এনেছে। তবে বাইডেন প্রশাসন জানায়, অপারেশন অ্যালাইজ ওয়েলকাম কর্মসূচির আওতায় আগত প্রত্যেককে বায়োমেট্রিক ও বায়োগ্রাফিক স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হয় এবং সন্দেহভাজনের অভিবাসন প্রক্রিয়া ট্রাম্প প্রশাসন পর্যন্ত চলেছিল। তিনি চলতি বছরের এপ্রিল মাসে আশ্রয় পেয়েছেন।

ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউসার বলেন, এটি একটি টার্গেটেড শুটিং অর্থাৎ হামলাটি ইচ্ছাকৃতভাবে ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে চালানো হয়। তদন্তসংশ্লিষ্ট চারটি সূত্র জানায়, হামলাকারীর নাম রহমানুল্লাহ লাখানওয়াল (২৯)। তিনি আফগান সেনাবাহিনীতে ১০ বছর কাজ করেছেন এবং মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করেছেন। লাখানওয়াল যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলিংহামে তার স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে বসবাস করতেন। পরিবারের এক সদস্য বলেন, আমরা নিজেরাই আফগানিস্তানে তালেবানের টার্গেট ছিলাম, সে এমন কাজ করতে পারে, বিশ্বাস করা কঠিন।

সিআইএর এক মুখপাত্রও নিশ্চিত করেন যে, লাখানওয়াল ২০২১ সাল পর্যন্ত কন্দহারে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগী বাহিনীর সদস্য ছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সে পাগল হয়ে গেছে। এমনটা ঘটে। এটা খুব বেশি বার ঘটে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন এবং ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দেন। পাশাপাশি প্রশাসন জানায়, আফগান নাগরিকদের যেকোনো ধরনের অভিবাসন আবেদন আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে। নতুন এই পদক্ষেপের ফলে আফগানিস্তানসহ তালিকাভুক্ত ১৯ দেশের হাজারো গ্রিনকার্ডধারীর ওপর অতিরিক্ত নজরদারি ও জটিলতা তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।

শেয়ার করুন