০৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ০৬:০০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি ১ ফেব্রুয়ারি থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি


যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে সিকিউরিটি চেক পয়েন্ট অতিক্রম করতে রিয়েল আইডি বা পাসপোর্ট ছাড়া যাত্রীরা ৪৫ ডলারের ফি দিতে হবে, ঘোষণা করেছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ)। নতুন নিয়ম ফেব্রুয়ারি ১, ২০২৬ থেকে কার্যকর হবে। প্রথমে টিএসএ ১৮ ডলারের ফি প্রস্তাব করেছিল, কিন্তু পরবর্তীতে এটি বৃদ্ধি করে ৪৫ ডলারে আনা হয়েছে। টিএসএ কর্মকর্তারা জানিয়েছেন, এই ফি প্রয়োজন হয়েছে সিস্টেম আধুনিকীকরণের জন্য এবং নিশ্চিত করতে যে নিরাপত্তা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। টিএসএর ঘোষণায় উল্লেখ করা হয়েছে , ফি যাত্রীর পক্ষ থেকে কভার হবে, করদাতার পকেট থেকে নয়।

ফেব্রুয়ারি ১ থেকে যাত্রীরা যদি রিয়েল আইডি বা অন্য কোনো গ্রহণযোগ্য পরিচয়পত্র ছাড়া বিমানবন্দরে উপস্থিত হন, তবে তাদের টিএসএর ওয়েবসাইটে অথবা বিমানবন্দরে সরাসরি ফর্ম পূরণ করতে হবে। যাত্রীরা নিরাপত্তা লাইনের সামনে গেলে এবং পরিচয় যাচাই না করা যায়, তবে তাদের লাইনে না রেখে আলাদা স্থানে ফর্ম পূরণ করতে হবে। রিয়েল আইডি আইন ২০০৫ সালে পাশ হয়েছিল এবং ৯/১১ আক্রমণের পর নিরাপত্তা শক্তিশালী করার জন্য প্রবর্তিত হয়েছিল। যদিও আইনের কার্যকরকরণ ২০০৮ সালে শুরু হওয়ার কথা ছিল, নানা প্রশাসনিক দেরির কারণে এটি ২০২৫ সালে কার্যকর হয়। টিএসএ অনুযায়ী, ইতিমধ্যেই ৯৪ শতাংশ যাত্রী রিয়েল আইডি অর্জন করেছেন।

ফি-এর ব্যবহার হবে কন্ফার্ম আইডি নামে টিএসএ-এর আধুনিক বিকল্প পরিচয় যাচাই সিস্টেমের অপারেশন ও প্রযুক্তি সংক্রান্ত খরচ মেটাতে। কর্মকর্তারা আরও পরামর্শ দিয়েছেন, যাত্রীরা আগেভাগে অনলাইন পোর্টালে ডকুমেন্ট আপলোড করে ফি প্রদান করলে বিমানবন্দরে দেরি এড়ানো যাবে।বর্তমানে বিমানবন্দরে গ্রহণযোগ্য পরিচয়পত্রের মধ্যে রয়েছে: রিয়েল আইডি-সম্মত ড্রাইভিং লাইসেন্স।

এনহ্যান্সড ড্রাইভিং লাইসেন্স বা এনহ্যান্সড আইডি (ইআইডি), ইউএস পাসপোর্ট ও পাসপোর্ট কার্ড, ডিআইচএস ট্রাস্টেড ট্র‍্যাভেলার কার্ড গ্লোবাল এন্ট্রি যেমন :নেক্সাস, সেন্ট্রি, ফাস্ট, ইউ.এস. ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আইডি ও এর ডিপেন্ডেন্ট আইডি, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, বর্ডার ক্রসিং কার্ড, ফেডারেল স্বীকৃত ট্রাইবাল নেশন/ইন্ডিয়ান ট্রাইব দ্বারা প্রদত্ত ফটো আইডি, সহ এনহ্যান্সড ট্রাইবাল কার্ড, এইচএসপিডি-১২ পি আইভি কার্ড, বিদেশি সরকার প্রদত্ত পাসপোর্ট, কানাডিয়ান প্রভিনশিয়াল ড্রাইভিং লাইসেন্স বাইন্ডিয়ান অ্যান্ড নর্দার্ন অ্যাফেয়ার্স ক্যানাডা কার্ড, ট্রান্সপোর্টেশন ওয়ার্কার আইডেন্টিফিকেশন ক্রেডেনশিয়াল, ইউএসসিআইএস এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ড (আই-৭৬৬), ইউএস মার্চেন্ট মেরিনার ক্রেডেনশিয়াল,ভেটেরান হেলথ আইডেনটিফিকেশন কার্ড। এই নতুন ফি-নীতি যাত্রীদের জন্য বিমানযাত্রা আরো প্রস্তুতি ও পরিচয় যাচাই প্রক্রিয়া কঠোর করবে এবং যারা এখনো রিয়েল আইডি পাননি তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন