১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৫:৪০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা’ বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার দ্বার উম্মোচিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে- ড. ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সুন্দরবন দিবসের বিষয়ে তরুণ প্রজন্ম কিছুই জানে না! ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে- ড. ইউনূস মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সরাসরি জড়িত- ভলকার টার্ক হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


মুসলিম ছাত্রকে সন্ত্রাসী বলার অভিযোগে শিক্ষক বরখাস্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০১-২০২৫
মুসলিম ছাত্রকে সন্ত্রাসী বলার অভিযোগে শিক্ষক বরখাস্ত সেন্ট্রাল ডাউফিন মিডল স্কুল


পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে সেন্ট্রাল ডাউফিন মিডল স্কুলের এক শিক্ষক মুসলিম ছাত্রকে সন্ত্রাসী বলে মন্তব্য করার অভিযোগে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত শিক্ষক এক ফিলিস্তিনি-আমেরিকান সপ্তম শ্রেণির ছাত্রের আসন পরিবর্তনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন। অভিযোগ অনুযায়ী, ৭ম শ্রেণির ওই ছাত্র তার আসন পরিবর্তনের অনুরোধ করলে শিক্ষক উত্তর দেন, ‘আমি সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসি না।’ ১৬ জানুয়ারি ঘটে যাওয়া এ ঘটনাটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিক্ষককে তদন্ত চলাকালীন প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। এ ঘটনা শুধু স্থানীয় পর্যায়ে নয়, যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। শিক্ষকের এমন মন্তব্য ছাত্র এবং তার পরিবারকে মানসিকভাবে আঘাত করেছে।

সেন্ট্রাল ডফিন স্কুল ডিস্ট্রিক্টের পক্ষে এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ জানুয়ারি একটি স্কুল-পরবর্তী প্রোগ্রামে এ ঘটনা ঘটেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সেন্ট্রাল ডফিন স্কুল ডিস্ট্রিক্ট ঘৃণ্য ও বর্ণবাদী মন্তব্য বরদাশত করে না এবং আমরা এ ঘটনার বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি। যদিও আমরা কর্মচারীদের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে পারি না। তবে অভিযুক্ত শিক্ষককে তদন্ত চলাকালীন প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে। আমাদের স্কুল ডিস্ট্রিক্টের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে গর্বিত এবং আমাদের সব শিক্ষার্থী ও কর্মীদের সংস্কৃতি ও জাতিসত্তা উদযাপন এবং লালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য প্রতিটি ছাত্রকে একটি দৃঢ় অ্যাকাডেমিক ভিত্তি প্রদান করা এবং তাদের সংস্কৃতি ও জাতিসত্তাকে সম্মান ও উদযাপন করা। এ ঘটনা আমাদের কর্মী নীতিমালা ও ডিস্ট্রিক্টের মূল্যবোধের পরিপন্থী।

ফিলাডেলফিয়ার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস জানিয়েছে, ছাত্রটির পরিবার পেনসিলভানিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনে শিক্ষকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করতে যাচ্ছে। এদিকে কেয়ার-ফিলাডেলফিয়ার নির্বাহী পরিচালক ড. আহমেত তেকেলিওগ্লু বলেন, শিক্ষকের এ বর্ণবাদী এবং ফিলিস্তিন-বিরোধী মন্তব্য প্রমাণ করে যে, তিনি শিক্ষাদানের জন্য অযোগ্য। আমরা সেন্ট্রাল ডফিন স্কুল ডিস্ট্রিক্টকে অনুরোধ করছি দ্রুত তদন্ত শেষ করে এ শিক্ষকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে। এমন ঘটনার পর ছাত্র, তার পরিবার বা আমাদের সম্প্রদায় কখনোই নিরাপদ বোধ করবে না। 

সেন্ট্রাল ডফিন মিডল স্কুলে ঘটে যাওয়া এ ঘটনাটি শুধু স্থানীয় পর্যায়ে নয়, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিসরেও শিক্ষাঙ্গনের বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং নিরাপত্তার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বিশেষ করে মুসলিম ছাত্রছাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রের অনেক স্কুলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আজও একটি বড় চ্যালেঞ্জ। ছাত্র ও তার পরিবারের জন্য এটি একটি মানসিকভাবে আঘাতজনিত অভিজ্ঞতা, যা কেবল ন্যায়বিচারের মাধ্যমেই সমাধান করা সম্ভব। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে স্কুল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বৈচিত্র্যবিষয়ক প্রশিক্ষণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতি শিক্ষাব্যবস্থায় বৈষম্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে পারে, যা দীর্ঘমেয়াদে একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার পথ প্রশস্ত করবে।

শেয়ার করুন