প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ৯ মার্চ যথাযোগ্য মর্যাদায় ব্রুকলীনের ভবন ওয়ানে ইফতার ও দোয়া মাহফিলে কোম্পানীগঞ্জবাসী ছাড়াও কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে আলোচনা করেন সাবেক সভাপতি মাওলানা আব্দুল আলীম জিহাদী, উপদেষ্টা মাওলানা আবদুল শহীদ ও দোয়া পরিচালনা করেন দারুল জান্নাহ মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ডাক্তার নুর আলম সিদ্দিক মুন্না, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান হাজী মফিজুর রহমান।
আরো যারা উপস্থিত ছিলেন এসোসিয়েশন সাবেক ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান, কোম্পানীগঞ্জ ফোরাম সভাপতি নূরুল করিম মোল্লা, নিউকার্ক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সভাপতি হাজি আব্দুল মান্নান, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মুসা, কমিশনার এএসএম মাঈন উদ্দিন পিন্টু, আব্দুল কাদের জিলানী, অডিট প্রধান মাস্টার শাহ আলম, উপদেষ্টাদের মধ্যে ছিলেন আহসান উল্যাহ বাচ্ছু, মোস্তফা স্বপন, জিয়াউর রহমান জিয়া, হুমায়ুন কবির চুট্টি, মাও: কামরুল ইসলাম, ও নূর নবী।
কার্যকরি পরিষদের মধ্যে যারা উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ নুর আলম ছিদ্দিক মুন্না, সহ সভাপতি মোহাম্মদ হক আজিজ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহাব উল্লাহ পাটোয়ারী, সহ কোষাধ্যক্ষ আবুল আজাদ, প্রচার সম্পাদক ওয়ালী মিরাজ, ক্রীড়া সম্পাদক মোকারম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজিজ, অফিস সম্পাদক জাহিদ উদ্দিন ভূঁইয়া, সদস্য সাহাব উদ্দিন, নজরুল ইসলাম ও মোঃ মামুনসহ প্রায় দেড় শতাধিক সদস্যদের উপস্থিতিতে সফলভাবে দোয়া ও ইফতার মাহফিল শেষ হয়।
এসোসিয়েশনের আরো একটি দোয়া ও ইফতার মাহফিল হবে এসোসিয়েশনের দ্বিতীয় অফিস ব্রুকলিনের ৯৪৪ গ্লেনমোর এভিনিউতে ১৭মার্চ সোমবার সবাই আমন্ত্রিত।
ইফতার ও দোয়া মাহফিলকে সফল এবং স্বার্থক করার জন্য সভাপতি ডা. নূর আলম সিদ্দিক মুন্না এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।