০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৮:৩৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ফ্লোরিডায় অভিবাসন আইন কার্যকর করবেন স্টেট পুলিশের সদস্যরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৫
ফ্লোরিডায় অভিবাসন আইন কার্যকর করবেন স্টেট পুলিশের সদস্যরা ফ্লোরিডার গভর্নর


ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস গত ১২ মে ট্যাম্পায় এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে, ফ্লোরিডা হাইওয়ে পেট্রোলের ট্রুপাররা এখন থেকে ফেডারেল এজেন্টদের মতো সরাসরি অভিবাসন আইন প্রয়োগ করতে পারবেন। এ সপ্তাহে ১০০ জনেরও বেশি ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল ট্রুপারকে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের স্পেশাল ডেপুটি হিসেবে শপথ করানো হয়েছে, যা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো রাজ্যের পুলিশের জন্য এমন দায়িত্ব প্রদান। গভর্নর ডিস্যান্টিস জানান, এই পদক্ষেপের মাধ্যমে স্টেট পুলিশ কর্মকর্তারা ফেডারেল ওয়ারেন্ট কার্যকর করতে পারবেন এবং বিপজ্জনক অপরাধী অভিবাসীদের শনাক্ত করে, তাদের কমিউনিটি থেকে সরিয়ে দিতে সক্ষম হবেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফ্লোরিডা স্টেট বোর্ড অব ইমিগ্রেশন এনফোর্সমেন্টের নির্বাহী পরিচালক ল্যারি কিফ।

ল্যারি কিফ সংবাদ সম্মেলনে ‘ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অপারেশনস প্ল্যান’ নামে একটি ৩৭ পৃষ্ঠার পরিকল্পনা উপস্থাপন করেন, যেটিকে তিনি ফ্লোরিডার নীলনকশা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি অন্যান্য রাজ্যের জন্য একটি আদর্শ মডেল হতে পারে।

ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব হাইওয়ে সেফটি অ্যান্ড মোটর ভেহিকেলসের নির্বাহী পরিচালক ডেভ কের্নার জানান, শপথ নেওয়া ট্রুপাররা এখন ফেডারেল কর্তৃত্ব নিয়ে গ্রেফতার, তদন্ত, আটক এবং বহিষ্কারের মতো কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এই উদ্যোগটি এসেছে ‘অপারেশন টাইডাল ওয়েভ’ নামক একটি সাম্প্রতিক স্টেট ফেডারেল যৌথ অভিযানের ধারাবাহিকতায়। মাত্র এক সপ্তাহেরও কম সময়ে ওই অভিযানে ফ্লোরিডা জুড়ে ১ হাজার জনেরও বেশি অভিবাসীকে আটক করা হয়। কিফ জানান, এই অভিযান এতোটাই সফল ছিল যে, এটি এখন ফ্লোরিডার জন্য নতুন স্বাভাবিক হয়ে উঠেছে।

এই সিদ্ধান্তের ফলে ফ্লোরিডা অভিবাসন আইন বাস্তবায়নে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যা ভবিষ্যতে অন্যান্য স্টেটে ও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অভিবাসী অধিকারকর্মীরা।

শেয়ার করুন