০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৪:২৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


বিলম্বের সুযোগ নেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন : ফারুক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৬-২০২৫
বিলম্বের সুযোগ নেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন : ফারুক বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক


ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আবারো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মী ও গণতন্ত্রপ্রেমী প্রবাসীদের পক্ষ থেকে আবারও দাবি জানাচ্ছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন। আশা করি ডিসেম্বরেই নির্বাচন দেবেন এবং সে অনুযাীয় তফসিলও ঘোষণা করবেন।

নিউইয়র্কের ব্রুকলিনে ‘বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম’ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি কোনো ব্যক্তির ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। জুলাই-আগস্টের বিপ্লবের পর আপনাকে (ড. মুহাম্মদ ইউনূস) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিশ্বাসেই। এ অবস্থায় আশেপাশে থাকা আওয়ামী প্রেতাত্মার কথা শুনে যদি নির্বাচন বিলম্বিত করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এমন রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে আমরাতো অবশ্যই প্রতিবাদ করবো। আর সেই প্রতিবাদকে যদি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে, তাহলে সেটি ভুল ধারণা। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে জনগণের সমর্থনে যারা ক্ষমতায় যাবে তারাই তো আসল দল। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রেও বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ করেছেন। যারা ১৫ বছর ধরে ভারতের কাছ থেকে এক ফোঁটা পানি আনতে পারেনি, যারা নতজানু পররাষ্ট্রনীতির নাম করে ‘জয় হিন্দুস্তান’ বলেছে, আজ তারাই আবার তাদের কাছে আশ্রয় নিচ্ছে। তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানো প্রয়োজন। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করে, তাদের প্রতিরোধ করাও আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ, আমরা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একত্রিত করে নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

ব্রুকলিনের ‘লিটল বাংলাদেশ’ বাণিজ্যিক এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাঈম টুটুল এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বেবি নাজনীন। 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির ভিত্তি ও আদর্শ, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বিএনপির আস্থা এবং তারেক রহমান বিএনপির আগামী দিনের নেতৃত্ব। এই তিন ব্যক্তিকে ধারণ করলেই আমরা ঐক্যমত্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। 

এসময় তিনি ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করে বলেন, দ্রুত তারেক রহমান ও বেগম খালেদার সঙ্গে সাক্ষাৎ করুন, এতে দেশের চলমান সমস্যা দ্রুত সমাধান হবে।

এছাড়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কোষাধ্যক্ষ জসিম ভাইয়া, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা বাবরউদ্দিন ও বিএনপি নেতা আহাম্মেদ সালেহ মানিকসহ অন্যান্য নেতারা নির্বাচনী তফসিল নিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের কালক্ষেপণের কড়া সমালোচনা করে বলেন, প্রয়োজনে বিএনপির নেতা-কর্মীরা সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আবারো রাজপথে নামবে।

শেয়ার করুন