৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১০:৩৮ পূর্বাহ্ন


মানুষ আবার বাঁচার দাবিতে রাস্তায় নামবে : বাম জোট
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
মানুষ আবার বাঁচার দাবিতে রাস্তায় নামবে : বাম জোট


বাম গণতান্ত্রিক জোট এর সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। খুন, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, মব একের পর এক চলতে থাকলেও সরকার কার্যকর কোন ব্যবস্থা নিতে পারছে না। এভাবে চলতে থাকলে মানুষ আবার নিজেদের বাঁচার দাবিতে রাস্তায় নেমে আসবে। জনগণের জান-মালের নিরাপত্তা, খুন-ধর্ষণ বন্ধের দাবিতে গত ১৩ জুলাই রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি ও বাম জোটের অন্যতম নেতা মোহাম্মদ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবি’র সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সমাবেশে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ, (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে মিডফোর্ট হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়। ঘটনাস্থলের পাশেই আনসারক্যাম্প থাকলেও কেউ এগিয়ে আসেনি। খুলনায় গুলি করে হত্যার পর পায়ের রগ কেটে দেয়া হয়।

শেয়ার করুন