০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৮:৫০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


তিন ম্যাচের টি-২০ সিরিজ
দ. আফ্রিকার বিপক্ষে ভারতের সিরিজ জয়
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২২
দ. আফ্রিকার বিপক্ষে ভারতের সিরিজ জয় সেঞ্চুরীর পর মিলার। কিন্তু তার ওই সেঞ্চুরী ভারতের বিপক্ষে জয় পেতে কাজে লাগেনি/ছবি সংগৃহীত


দক্ষিন আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে ভারত। নিজ মাঠে অনুষ্টিত সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ কর্নফার্ম করেছে স্বাগতিকরা। গৌহাটিতে অনুষ্টিত সিরিজের দ্বিতীয় এ ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে এ ম্যাচে ভারত করেছিল ২৩৭/৩। বড় টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও কম যায়নি। ডেভিড মিলার দুর্দান্ত খেলে ৪৭ বলে করেছেন অপরাজিত ১০৬ রান। 


তার পরেও প্রোটিয়ারা শেষ পর্যন্ত থামে ৩ উইকেটে ২২১ রান তুলে। এতে পরাস্ত হয় তারা। তবে সুচনা তেমন ভাল হয়নি। সেখানেই পিছিয়ে পরেছিল তারা তুলনামুলক ভাবে। যা কাভার করতে পারেনি মিলারের ঝড়ো ব্যাটিংও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ তে কোনো দলের এটাই সর্বোচ্চ স্কোর, আগেরটি ছিল ওয়েস্ট ইন্ডিজের, ২০১৫ সালে ৬ উইকেটে ২৩৬ রান। 

সবমিলিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় তিন ম্যাচের সিরিজের এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করে নিয়েছে রোহিত শর্মার ভারত।


শেয়ার করুন