০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:২০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের ঘোষনাকে সাধুবাদ বিএনপির
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৫
ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের ঘোষনাকে সাধুবাদ বিএনপির


ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে সাদুবাদ জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে নির্বাচনের ঘোষণার তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেন একথা বণেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। 

তিনি বলেন, ‘‘ আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন … একটি জুলাই ঘোষণাপত্র এবং আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষনের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দি্য়েছেন।”

‘‘ আমরা দুইটিকেই স্বাগত জানাই”

সালাহ উদ্দিন বণেন, ‘‘ আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটধিকার প্রয়োগে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্র্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নেবেন।”

‘‘অবশ্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথা সময়ে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেই নির্দেশনা দিয়েছেন তার ভাষনের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিলো। এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিলো বলে অনেকে মনে করছিলেন তাদের মধ্যে দোদুল্যমানতা আর রইল না এবং যারা জাতি একটি নির্বাচনমুথী পরিবেশের দিকে যাবে এবং সেই নির্বাচনের আবহওয়া সৃষ্টি হবে।”

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘‘আগামীদিনে নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচাইতে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি।”

‘‘ সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।”

নির্বাচনের এই ঘোষণা রাজনৈতিক সংকট কাটবে কিনা জানতে চাইলে সালাহ উদ্দিন বলেন, ‘‘আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা-বানিজ্য-বিনিয়োগে কোনো অনিশ্চিয়তা থাকবে না।”

‘‘ সব কিছু সচল এবং গতিশীলতা পাবে…আমরা এটাই আশা করি।”

‘জুলাই ঘোষণাপত্র’’

সালাহ উদ্দিন বলেন, ‘‘ এই ঘোষণাপত্রে যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম।”

‘‘ জুলাই যোদ্ধাদের জুলাইয়ের শহীদদের ছাত্র গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা সমচিত হয়েছে সেই আমাদের প্রাণের দাবি এবং যারা আহত হয়েছেন তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তারা বিভিন্নভাবে আইনে সুরক্ষা ও সহযোগিহতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা প্রতিশ্রুতি তিনি(প্রধান উপদেষ্টা) যেমন দিয়েছেন, সারা জাতি দিয়েছে, আমরাও দিয়েছি।”

এই সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কা্উন্সিলের সদস্য আবদুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন  প্রমূখ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন