০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৯:২০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মুক্তিযুদ্ধের প্রেরণা সঙ্গীত পরিবর্তনের চিন্তা সমীচিন নয়
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২৪
মুক্তিযুদ্ধের প্রেরণা সঙ্গীত পরিবর্তনের চিন্তা সমীচিন নয়


ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশ এবং সমাজ পরিবর্তনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আছে গণহত্যার নিরপেক্ষ এবং সঠিক বিচার করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধার ,পাচার হয়ে যাওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা, সর্ব স্তরে ক্যান্সারের মত ছড়িয়ে পড়া দুর্নীতির লাগাম টেনে ধরা, প্রাতিষ্ঠানিক সংস্কার। এই মুহূর্তে জাতীয় ইস্পাত দৃঢ় ঐক্য ভীষণ জরুরি। জাতীয় সংগীত ,জাতীয় পতাকার মত মীমাংসীত এবং স্বীকৃত বিষয় নিয়ে এই মুহূর্তে জাতিকে বিভক্ত করা হবে নিতান্তই অর্বাচীনের কাজ।


কিছু প্রান্তিক মানুষ দেশ বিদেশ থেকে ধুয়া তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন জাতি বিভক্ত হয় এমন কিছু করবে না সরকার। আর জাতীয় সংগীত পরিবর্তন করার মত মৌলিক বিষয়গুলো নিতান্তই নির্বাচিত জনপ্রতিনিধি এবং জনগণ নির্ধারণ করবে। আমরা ১৯৭১ প্রজন্ম জানি জাতীয় সংগীত এবং জাতীয় পতাকার মহাত্ম।  


এটি মধ্যেই দেশে এবং প্রবাসে জাতীয় সংগীত নিয়ে নতুন করে ভালোবাসা প্রদর্শিত হয়েছে। আমি বিশদ ব্যাখ্যায় যাবো না। যে সংগীত আমাদের ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে উদবুদ্ধ করেছে সেদিনটা যুদ্ধে আগ্রাসী দখলদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করতে, প্রেরণা যোগাতে। 

সেটি পরিবর্তন করার বিষয়টি চিন্তা করা আদৌ সমীচীন না। দেশবাসী কিছুতেই মেনে নিবে না। এই মুহূর্তে এই বিষয় নিয়ে কোনো তাত্ত্বিক বিতর্ক সৃষ্টি করা উচিত না। সময় সব কিছু বাতলে দিবে। সময় খুব নিষ্ঠুর।

শেয়ার করুন