১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৩:৪২ পূর্বাহ্ন


প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ
কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা সম্পন্ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা সম্পন্ন বক্তব্য রাখছেন বনভোজনের গ্র্যান্ড স্পন্সর তোফায়েল চৌধুরী লিটন


নাচ-গান, হইহুল্লোড়, আড্ডা, গল্প ও হাসি-আনন্দে অনুষ্ঠিত হলো কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫। গত ১৭ আগস্ট নিউইয়র্কের ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে প্রবাসী কমলগঞ্জবাসীর এ মহাআনন্দ উৎসবের আসর বসে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবার ও র‌্যাফেল ড্র মিলিয়ে এটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। সভাপতি মিয়া মোহাম্মদ আবজাল এবং সাধারণ সম্পাদক মতি লাল দেব রায়ের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে শত শত প্রবাসী কমলগঞ্জবাসীর অংশগ্রহণে। দিনব্যাপী তারা আনন্দ উৎসব করেছেন। জানা গেছে, বিপুলসংখ্যক কমলগঞ্জবাসী নিউইয়র্কে থাকলেও সাংগঠনিকভাবে তাদের ভিত এখনো শক্ত হয়নি। এ নিয়ে দুইবার বনভোজন বা মিলনমেলার আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো বনভোজন এবং মিলনমেলার গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন কমিউনিটির পরিচিত মুখ, আলোকিত মানুষ ও নিউইয়র্কের অন্যতম সফল ব্যবসায়ী গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী লিটন। 

কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক আয়োজিত বনভোজন ও মিলনমেলায় দিনজুড়ে ছিল উৎসব আর নির্মল আনন্দের গল্প। গ্রীষ্মে পা রাখা নিউইয়র্ক যেন প্রাণ ফিরে পেলো কমলগঞ্জের সন্তানদের মিলনমেলায়। পরিবার-পরিজন আর প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল একেবারেই ভিন্নমাত্রার। সৌহার্দ্য সম্প্রীতি ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং তাদের খেলাধুলা ছিল বনভোজনে বাড়তি আনন্দ। দুপুরে পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্কের অন্যতম সফল ব্যবসায়ী গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী লিটন। এ সময় বক্তব্য রাখেন-কমলগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আব্দুল বাছিত ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ রহমান ফরিদ। উপস্থিত ছিলেন-বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি ড. ওয়াজেদ এ খান, প্রবীণ সাংবাদিক নাজমুল আহসান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান কমিউনিটি অ্যাকটিভিস্ট সাদেক চৌধুরী, টিবিএন২৪-এর ভাইস প্রেসিডেন্ট এএফ মিসবাহউজ্জামান, টাইম টিভির সিইও আবু তাহের, ডিরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, ফরহাদ চৌধুরী, সাইমন চৌধুরী, কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক কমিটির মোহাম্মদ আব্দুস শহীদ, আব্দুস শহীদ, জিতেন্দ্র ভৌমিক, শ্যামল পাল, মঈন উদ্দীন, অনিতা সিনহা, রিপন দেব, সুরঞ্জিত পাল, রাব্বি হোসেন, সাঈদ আলমগীর, মোহাম্মদ ইউনুস, সিক্তা চক্রবর্তী, সত্যজিত সিনহা, বাহার ভূইয়া, মোহাম্মদ রফিকুর, পিকনিক সাব-কমিটির তুহিন খান, সৈয়দ আলমগীর, রিটন সরকার, মহসিন আহমদ, রাহাত মাহিম, মিজান চৌধুরী, সৈয়দ মহিবুল হাসান, বেলাল আহমদ, তানভির চৌধুরী, মুমিন রশিদ।

শিশুরা সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে এ আয়োজনে। দিনভর খেলাধুলা আর হইহুল্লোড়ে মেতে থাকে তারা। দীর্ঘদিন পর ঘরবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে তাদের উচ্ছ্বাস ছিল সীমাহীন। বয়সভিত্তিক নানা ইভেন্টের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দে মাতে শিশুর দল। শুধু শিশুরাই নয়, খেলাধুলার নির্মল আনন্দে ছিলেন প্রবীণরাও। নারীদের জন্য ছিল হাঁড়িভাঙা গেম। কাপড় দিয়ে চোখ বেঁধে হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয় অংশগ্রহণকারীদের। এরপর নির্ধারিত জায়গায় রাখা হাঁড়িতে আঘাত করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় প্রতিযোগিদের। গেমটি দেখতে ভিড় জমান পুরুষ সদস্যরাও। এর বাইরে পুরুষদের জন্য ছিল ভলিবল খেলা। সারাদিন কাজের ব্যস্ততায় একটু দম ফেলার সময় না পেলেও এদিন পুরুষ সদস্যরা আনন্দে মাতেন নিজেদের মতো করে। 

খেলাধুলা শেষে বসে ভূরিভোজ। দুপুরের খাবারের আয়োজন ছিল দেশীয় স্বাদে ভরপুর। লাইন ধরে সুশৃঙ্খলভাবে সবাই খাবার নেন আর একসঙ্গে খাওয়ার সে মুহূর্ত তৈরি করে আন্তরিকতা ও বন্ধনের এক অনন্য পরিবেশ।

সভাপতি মিয়া মোহাম্মদ আবজাল এবং সাধারণ সম্পাদক মতি লাল দেব রায়ের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে শত শত প্রবাসী কমলগঞ্জবাসীর অংশগ্রহণে। 

অনুষ্ঠানে গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি গ্রি-মেকানিক্যাল ইয়ংকার্সের স্বত্বাধিকারী তোফায়েল চৌধুরী লিটন কমিউনিটির যে কোনো ভালো কাজে সব সময় তিনি পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, এ ধরনের অনুষ্ঠানে আমাদের নতুন প্রজন্মের জন্য খুবই প্রয়োজন। কারণ তারা আমাদের কৃষ্টি, কালচার জানতে পারবে। সেই সঙ্গে আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি গড়ে উঠবে। তিনি বলেন, ভালো কাজে আগামী দিনেও তার এবং তার প্রতিষ্ঠানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের এ আয়োজন শুধু একটি বনভোজন নয়, এটি হয়ে উঠে প্রবাসে একটুকরো কমলগঞ্জ। সবশেষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‍্যাফেল ড্রয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন