যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের স্ট্যামফোর্ড শহরে ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের বাইরে মুসলিমদের উদ্দেশে ঘৃণামূলক ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ৩৬ বছর বয়েসি মাইকেল স্লোকামকে গ্রেফতার করেছে পুলিশ। স্ট্যামফোর্ড পুলিশ জানিয়েছে, গত ১৩ আগস্ট তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি ব্রিচ অব পিসের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত ৯ আগস্ট শনিবার রাতে, স্ট্যামফোর্ডে ওয়াশিংটন বুলেভার্ডের ১ হাজার ব্লকে অবস্থিত ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের সামনে। পুলিশ জানায়, একটি সাদা এসইউভি গাড়িতে থাকা স্লোকাম নামের এক ব্যক্তি মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের উদ্দেশে আপত্তিকর ও ঘৃণামূলক মন্তব্য করেন এবং ধর্মীয় অবমাননা করে চিৎকার করেন।
ঘটনার একটি মোবাইল ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের কানেকটিকাট শাখা। ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘ইসলাম নোংরা ধর্ম’, মুহাম্মদ (সা.) নারীদের ধর্ষণ করেছেন’ এবং তিনি শিশুদের ধর্ষণ করেছেন। ভিডিওটিতে শিশুর কণ্ঠও শোনা যায়, যা প্রমাণ করে যে সেখানে শিশু উপস্থিত ছিল এবং তাদের সামনেই এই ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়েছে।
কেয়ার-কানেকটিকাটের চেয়ারম্যান ফারহান মেমন বলেন, এটি শুধু অপমানজনক নয়, বরং একটি পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং ধর্মীয় বিদ্বেষপ্রসূত আক্রমণ, যা মুসলিম পরিবার ও শিশুদের ভয় দেখানোর জন্য করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা এ ঘটনাকে গুরুত্ব সহকারে দেখে এবং কানেকটিকাটে ধর্মীয় বিদ্বেষমূলক হয়রানির বিরুদ্ধে কঠোর বার্তা দেয়। স্ট্যামফোর্ড পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং মাইকেল স্লোকাম পরে নিজেই থানায় আত্মসমর্পণ করেন। তাকে গ্রেফতারের পর ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে এবং আগামী ২৬ আগস্ট স্ট্যামফোর্ড স্টেট সুপিরিয়র কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনাটি যুক্তরাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ ও ঘৃণার বাস্তবতা তুলে ধরেছে। কেয়ার সব নাগরিককে সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে হয়রানির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা আইনশৃঙ্খলা বাহিনী ও সংগঠনটিকে জানাতে বলেছে।