২৩ এপ্রিল ২০১২, মঙ্গলবার, ০৩:১৭:৩৬ অপরাহ্ন


বাইডেনের ইমিগ্রেশন নীতি বন্ধে সুপ্রিম কোর্টের রায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৭-২০২২
বাইডেনের ইমিগ্রেশন নীতি বন্ধে সুপ্রিম কোর্টের রায়


সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট বাইডেনের ইমিগ্র্যান্টদের গ্রেফতার সীমিতকরণের নীতি বহাল করার বিরুদ্ধে রায় দিয়েছে। এতে করে টেক্সাস ডিস্ট্রিক্ট জাজের যে রায় অর্থাৎ বাইডেনের নীতি বন্ধ করে রাখার নির্দেশ বহাল রইলো।

টেক্সাসের জাজ বলেছে ডিপোর্টেশন অফিসারদের প্রতি দেয়া গাইডেন্স ফেডারেল আইন ভঙ্গ করেছে। সুপ্রিম কোর্ট বলেছে এই মামলার ওপর শুনানি হবে আগামী ডিসেম্বর মাসে।

এর মধ্যে ডিপোর্টেশন অফিসাররা ডিপোর্টেশন চালিয়ে যেতে পারবেন। সুপ্রিম কোর্টে বাইডেনের আদেশ ৫-৪ ভোটে অকার্যকর করা হয়। অ্যামি বেরেট রিপাবলিকান মতের হয়েও লিবারেল জাজদের পক্ষে ভোট দেন। নবনিযুক্ত জাজ জ্যাকসন প্রথমবারের মতো ভোট দেন এ মামলায় সুপ্রিম কোর্টে।


শেয়ার করুন