২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৫:২২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয় ইউরোপে ভারতীয় ৫২৭ পণ্যে ক্যান্সার সৃষ্টিকারি উপাদন শনাক্ত বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি বিএনপির আন্দোলন ঠেকানোই ক্ষমতাসীনদের প্রধান চ্যালেঞ্জ বিএনপিকে মাঠে ফেরাচ্ছে আওয়ামী লীগ উপজেলা নির্বাচন নিয়ে অদৃশ্য চাপে বিএনপি


আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ ওয়াশিংটনে বিক্ষোভ সমাবেশ


আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবিতে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ আমেরিকাজুড়ে প্রায় ৪৫০টি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুটি নির্বিচার গুলির ঘটনার প্রোপটে যুক্তরাষ্ট্রজুড়ে এই বিােভ অনুষ্ঠিত হয়। ‘আমাদের জীবনের জন্য পদযাত্রা (এমএফওএল)’ নামের একটি সংগঠনের ব্যানারে এই বিােভের আয়োজন করা হয়। কয়েকশ পদযাত্রায় অংশ নেয়া বিােভকারীদের হাতে ‘গুলি থেকে বাঁচতে চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

প্রেসিডেন্ট জো বাইডেন এই বিােভের প্রতি সমর্থন জানিয়েছেন। আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন পাসে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে এই আহ্বান সত্তে¡ও অস্ত্র আইনে কোনো ধরনের পরিবর্তন রিপাবলিকানরা আটকে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে নির্বিচার বন্দুক হামলার ঘটনায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন। এর কয়েকদিন আগেই নিউইয়র্কের বাফেলোয় একটি সুপারমার্কেটে অপর এক বন্দুক হামলায় ১০ জন নিহত হন। এরপরই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবি নতুন করে গতি পায়। আগ্নেয়াস্ত্র নিরাপত্তার দাবিতে আন্দোলনরত সংগঠন এমএফওএল প্রতিষ্ঠা করেন ২০১৮ সালে ফোরিডার পার্কল্যান্ড বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন। পার্কল্যান্ডের একটি হাইস্কুলে ওই হামলায় ১৭ জন নিহত হন। গত ১১ জুন তাঁরা জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ দেশজুড়ে ৪৫০টি সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটি বলছে, জনগণের প্রাণহানি চলতে থাকায় রাজনীতিকদের আর নিষ্ক্রিয় থাকতে দেবে না তারা। রাজনৈতিক নেতাদের নির্বিকার ভ‚মিকার কারণেই আমেরিকানরা খুন হচ্ছেন বলেও অভিযোগ করেছে এমএফওএল। এক বিবৃতিতে এমএফওএল পর্ষদের সদস্য ট্রেভন বোসলি বলেন, ‘যখন মানুষ অনবরত প্রাণ দিয়ে যাচ্ছে, এ অবস্থায় আমরা আপনাদের নিষ্ক্রিয় থাকার সুযোগ দেব না।’ ওয়াশিংটন ডিসির বিােভে বক্তব্য রাখেন পার্কল্যান্ড বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া ডেভিড হগ। তিনি বলেন, ‘উভালদেতে শিশুদের হত্যার ঘটনায় আমাদের মধ্যে ােভ ও পরিবর্তনের দাবি ওঠা উচিত। অন্তহীন বিতর্ক আর নয়, এখনই উচিত পরিবর্তনের দাবি ওঠা।’

গার্নেল হুইটফিল্ডের ৮৬ বছর বয়সী মা ১৪ মে নিউইয়র্কের বাফেলোয় বর্ণবাদী বন্দুক হামলায় নিহত হন। উপস্থিত জনতাকে তিনি বলেন, ‘আমরা এখানে ন্যায়বিচারের দাবিতে এসেছি। যৌক্তিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি তুলতে যাঁরা যথেষ্ট সাহসী, তাঁদের পাশে দাঁড়াতে আমরা এখানে এসেছি।’ এমএফওএলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা, বন্দুক কিনতে আগ্রহী ব্যক্তিদের অতীত বৃত্তান্ত যাচাই এবং অস্ত্রের মালিকদের নিবন্ধনের আওতায় আনতে জাতীয়ভাবে লাইসেন্স দেয়ার ব্যবস্থা গ্রহণ। নিউইয়র্কে ব্রুকলিনে ব্রিজ বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়।

ওয়াশিংটন

দেশের রাজধানীতে ‘মার্চ ফর আওয়ার লাইভস (এমএফওএল)’-এর আয়োজকরা অনুমান করছেন যে, ওয়াশিংটন মনুমেন্টের কাছের ন্যাশনাল মলে হালকা বৃষ্টির মধ্যেও ৪০ হাজার মানুষ সমবেত হয়েছেন। ফোরিডার পার্কল্যান্ডের একটি উচ্চবিদ্যালয়ে, ২০১৮ সালে হওয়া হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া শিার্থীরা এই বন্দুক-নিরাপত্তা সংস্থাটি (গান সেফটি গ্রুপ) প্রতিষ্ঠাতা করে।

নিউজার্সির লরেন্সভিল থেকে আসা ৪১ বছর বয়সী কোর্টনি হ্যাগার্টি একটি গবেষণা লাইব্রেরিতে কাজ করেন। তিনি তার ১০ বছর বয়সী কন্যাসন্তান কেট এবং ৭ বছর বয়সী পুত্রসন্তান গ্রেয়ামকে সাথে নিয়ে ওয়াশিংটনে এসেছেন। হ্যাগার্টি জানান, তার কন্যাসন্তানের প্রথম জন্মদিনের ঠিক একদিন পরই, ২০১২ সালের ডিসেম্বরে, কানেটিকাটের নিউটাউনের স্যান্ডি হুক প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলির ঘটনাট ঘটে। ওই ঘটনায় এক বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিল ৬ থেকে ৭ বছর বয়সী শিশু।

হ্যাগার্টি বলেন, সেটা (ওই ঘটনা) আমাকে অপ্রস্তুত করে ফেলে। আমি বিশ্বাস করতে পারি না যে, ওর (হ্যাগার্টির কন্যাসন্তানের) বয়স ১১ হতে চলেছে এবং আমরা এখনো এটাই করছি।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স থেকে আসা ৬৫ বছর বয়সী কে কেইন এই মাসের শুরুতেই অবসরগ্রহণ করেছেন। তিনি বলেন, আমেরিকানদের উচিত সামনের নভেম্বরের মধ্যমেয়াদি নির্বাচনে, যখন কংগ্রেসের নিয়ন্ত্রণের লড়াই হবে, সেসব রাজনীতিবিদদের ভোট না দেয়া, যারা কোনো পদপে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

সাম্প্রতিক সময়ের গোলাগুলির ঘটনাগুলো, বন্দুক সহিংসতা বিষয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্কে নতুন করে জরুরি পরিস্থিতি সৃষ্টি করেছে। যদিও এ বিষয়ে একটি ফেডারেল আইন পাস হওয়ার সম্ভাবনা এখনো অনিশ্চিত, কারণ রিপাবলিকানরা বন্দুকের ওপরে কোনো ধরনের কড়াকড়ি আরোপের বিষয়ে ঘোর বিরুদ্ধে।


শেয়ার করুন