১৭ এপ্রিল ২০১২, বুধবার, ০১:০৭:৪৪ পূর্বাহ্ন


টি-২০ থেকে অবসরে মুশফিক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২২
টি-২০ থেকে অবসরে মুশফিক মুশফিকুর রহীম/ফাইল ছবি


বাংলাদেশের হয়ে ১০২ টি টি-২০ ম্যাচ খেলা উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহীম টি-২০ থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম মুশফিকের ভেরিফাইড টুইটার ও ফেসবুকে ওই ঘোষনা দেন তিনি। ২০০৬ সনে খুলনায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ ভার্সানে অভিষেক ঘটে মুশফিক। সেটা অবশ্য বাংলাদেশেরও প্রথম টি-২০ ম্যাচ ছিল।


সে থেকেই তিনি খেলে আসছেন। কিন্তু ইদানিং কালে তিনি তার পারফরমেন্সের উপর আস্থা ধরে রাখতে পারেননি। সদ্য সমাপ্ত দুবাইয়ে অনুষ্টিত এশিয়া কাপে বাংলাদেশ দলের খালি হাতে ফিরে আসা (সুপার ফোরে না উঠতে পারা ও একটি জয়ও না পাওয়া) বাংলাদেশের ক্রিকেটের জন্য ভীষন লজ্জার উপলক্ষ হয়ে গেছে। মুশফিক নতুনদের স্থান ছেড়ে দিতে ও ওয়ানডে ও টেষ্টে মনযোগ আরো বাড়াতে টি-২০ ভার্সানে না খেলার ঘোষনা দেন। তবে ঘরোয়া লীগে খেলা সেটা তার জন্য সমস্যার কারন নয়। 

মুশফিক তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন- 

“সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। 

টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। 

আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।”

উল্লেখ্য, মুশফিক ১০২ ম্যাচে ৯৩ ইনিংসে করেছেন ১৫০০ রান। যার সর্বোচ্চ ৭৫ অপরাজিত। 

এছাড়া ওয়ানডে খেলেছেন তিনি ২৩৬ ও টেষ্টম্যাচ ৮২ টি খেলেছেন মুশফিক। 


শেয়ার করুন