২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০১:৪৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :


জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার শোক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার শোক শাহ মোয়াজ্জেম হোসেন ও সৈয়দা সাজেদা চৌধুরী


দেশে বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। সংগঠনের সভাপতি হাজি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু এক বার্তায় তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, শাহা মোয়াজ্জেম হোসেন ছিলেন কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষের অধিকার আদায়ে কাজ করেন। বর্ষীয়ান রাজনীতিবিদ সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দেশপ্রেমিক নেত্রী, দেশ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে রাজনীতির মাঝে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশ এক বরেণ্য রাজনৈতিক অভিভাবককে হারালো। শোকবার্তায় আরো স্বাক্ষর করেন সাবেক সংসদ লিয়াকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, দফতর সম্পাদক আকতার কবির, সদস্য আবদুল মোতালেব।

শেয়ার করুন