২৫ এপ্রিল ২০১২, বৃহস্পতিবার, ০৭:৩৩:৩৬ পূর্বাহ্ন


ডিসেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি চান গৌতম আদানি
বাসস
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২২
ডিসেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি চান গৌতম আদানি গত সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে সাক্ষাৎ করেন আদানি/ছবি বাসস


পূর্ব ভারতের একটি কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। প্রতিবেশী দেশের জ্বালানি সংকটকে লাঘব করতে তিনি এ পরিকল্পনা করছেন।  

সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে সাক্ষাৎ করেন আদানি। এরপর এক টুইটার পোস্টে জানান, অচিরেই ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে।   প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্ববাজারে গ্যাস ও কয়লার দাম বাড়তে থাকলে, জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে দেশের রয়েছে আমদানি করা এসব জীবাশ্ম জ্বালানীর ওপর ব্যাপক নির্ভরশীলতা। তার সাথে রয়েছে, রপ্তানি-নির্ভর অর্থনীতিকে সমর্থন দিতে ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানের দ্বিগুণ করার লক্ষ্য।


শেয়ার করুন