২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৯:৫২:০৩ পূর্বাহ্ন


উৎসবমুখর পরিবেশে বাকার বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
উৎসবমুখর পরিবেশে বাকার  বনভোজন বাকার বনভোজনের দৃশ্য


বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ব্রঙ্কসের হোয়াইট স্টোন ব্রিজের কাছে ফেরি পয়েন্ট পার্কে অনুষ্ঠিত ওই বনভোজনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বেলুন উড়িয়ে বনভোজনের কার্যক্রম উদ্বোধন করেন বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ।

এ সময় অ্যাসেম্বলিওম্যান কারিনাজ রেইজসহ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নির্বাচনে সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী মো. রুহুল আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সোসাইটির ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, কার্যকরি সদস্য সাদী মিন্টু, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন সোহাগ, বাকার সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাবেক সভাপতি আবুল হাসিম হাসনু, সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, মাকসুদা আহমেদ, এম ডি আলাউদ্দিন, সালমা সুমী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরো আয়োজনে ছিলো মহিলা ও শিশুদের নানা খেলাধুলা। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিলো রব্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার ছিলো স্বর্ণের চেইন। দ্বিতীয় পুরস্কার ৫৬ ইঞ্চি টিভি, ল্যাপটপসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

বনভোজনে আমন্ত্রিত অতিথিরা সারাদিন গল্পগুজব, পারস্পরিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে আনন্দমুখর সময় কাটান।

এতে অংশগ্রহণের জন্য সকল অতিথি ও স্পন্সরদের ধন্যবাদ জানান সভাপতি, সাধারণ সম্পাদক।

আয়োজকদের চমৎকার সব আয়োজন এবং সুস্বাদু খাবার খেয়ে দারুণ খুশি আমন্ত্রিত অতিথিরা। তারাও এমন সুন্দর আয়োজনের জন্য বাকার সকল নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের অনেকেই বলেন, এমন আয়োজনের মাধ্যমে প্রবাসে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হয় এবং সামাজিক মমত্ববোধ সৃষ্টি হয়।

শেয়ার করুন