২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৪:২৭:০৫ পূর্বাহ্ন


কর্তৃপক্ষের দায়িত্বে গাফিলতির অভিযোগ
ফ্লোরিডায় ইয়ানের আঘাতে নিহত ৮৫
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
ফ্লোরিডায় ইয়ানের আঘাতে নিহত ৮৫ ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড ফ্লোরিডার জনপদ


ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। এরই মধ্যে কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ উঠেছে। গত ২৮ সেপ্টেম্বর ফ্লোরিডায় আঘাত হানে ইয়ান। ক্যাটাগরি চারের এই ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ছিল ২৪৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। এতে এখন পর্যন্ত ফ্লোরিডায় মারা গেছে ৮১ জন এবং অন্য প্রদেশে মারা গেছে চারজন। খবরে জানানো হয়, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী লি কাউন্টি। সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে যে, ঝড়ের পূর্বে সেখানে ঠিকঠাক মতো উদ্ধার কার্যক্রম চলেছিল কিনা। কাউন্টির কমিশনার বোর্ডের চেয়ারম্যান চেসিল পেন্ডারগ্রাস জানান, ঘূর্ণিঝড়ের দিক নির্ধারিত হওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অনেকেই ঝড়ের মধ্যেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এক সংবাদ সম্মেলনে রোববার চেসিল বলেন, আমি তাদের ইচ্ছাকে সম্মান জানিয়েছিলাম। তবে আমি নিশ্চিত, তারা এখন এ নিয়ে আফসোস করছেন। বুধবার ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের। এর আগে সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া নিখোঁজদের খোঁজে ব্যাপক পরিমাণ অনুসন্ধান শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কোস্টগার্ড। ভালো খবর হচ্ছে, ইয়ান অবশেষে দুর্বল হয়ে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। তবে অনেক এলাকাতেই এখনো পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। দু’একদিন আগেও যেসব এলাকায় যাওয়া যেতো, তা এখন পানির নিচে। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ফ্লোরিডা। সেখানে অন্তত সাত লাখ ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে এখনো বিদ্যুৎ নেই।

সম্পত্তি বিশ্লেষণে বিশেষজ্ঞ সংস্থা কোরলজিক বলেছে, ফ্লোরিডায় আবাসিক এবং বাণিজ্যিক সম্পত্তিগুলোতে হারিকেন সম্পর্কিত ক্ষতির জন্য বীমাকারীদের ৩ হাজার ২শ কোটি ডলার পর্যন্ত খরচ হতে পারে। হারিকেনের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতির পরিমাণ দেড় হাজার কোটি ডলার পর্যন্ত পৌঁছতে পারে।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে হারিকেনের সময় ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৬ জন অভিবাসী নিখোঁজ ছিল। ফ্লোরিডার তীরে সাঁতরে আসা ৪ জন কিউবানসহ ২ জনকে মৃত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইয়ানের কয়েক হাজার বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান। এতে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীর গাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান জানান, আমরা হারিকেনের কবলে না পড়লেও ফোর্ট মায়ার্স ও সেন্ট পিটারসবার্গসহ বিস্তীর্ণ অঞ্চলের প্রবাসীরা গত ১২ ঘণ্টা যাবৎ হারিকেনের তা-বে কষ্টে রয়েছেন। ফ্লোরিডা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহির জানান, আমাদের সহকর্মী আশরাফের হোটেলের প্রথমতলা পানিতে সয়লাব। পার্কিং লটে ৫০ থেকে ৬০টি গাড়ি পানিতে ভাসছে। এমন পরিস্থিতি আর কখনোই ঘটেনি।

শেয়ার করুন