০৩ মে ২০১২, শুক্রবার, ০২:৪১:৩১ পূর্বাহ্ন


সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৫০ তম পোষ্ট সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ
ওরা যতই বলুক, বিভ্রান্ত হবার কিছু নেই, আমরা এগিয়ে যাচ্ছি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
ওরা যতই বলুক, বিভ্রান্ত হবার কিছু নেই, আমরা এগিয়ে যাচ্ছি-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা


যুব লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেকে বলেছিল, দেশ শ্রীলংকা হবে, এই হবে, সেই হবে, তাদের মুখের ছাই পরেছে। সেটা হয়নি ইনশাআল্লাহ হবে ও না। বাংলাদেশের দুর্ভিক্ষ হবে না মন্তব্য করে তিনি বলেন সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশ ইনশাআল্লাহ হবে না, তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নেতাকর্মীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা বলেছিলেন বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না। আমিও বিশ্বাস করি কেউ দাবায়া রাখতে পারবেনা। 

ওরা যতই বলুক, বিভ্রান্ত হবার কিছু নেই। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাব। বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন, বিদেশে ষড়যন্ত্র করলেও বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। জাতির পিতার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। 


মহাসমাবেশস্থলে পৌছে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি সংগৃহীত  



প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান যুবলীগের নেতাকর্মীরা। দুপুর পৌনে ৩টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে মহাসমাবেশের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজকের যুবলীগের ৫০ তম পোষ্ট সুবর্ণজয়ন্তী যুবলীগ নেতাকে আমি অভিনন্দন জানাই যুবলীগ নেতাকর্মীদের। তিনি বলেন, যেহেতু ইউক্রেন যুদ্ধে আমাদের আমদানি পণ্যের দাম বেড়ে গেছে, তাই যুবলীগ নেতারা গ্রামে যান। নিজের জমি চাষ করতে হবে এবং অনাবাদি জমিতে চাষাবাদ করতে হবে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন,  উন্নয়ন নাকি তারা চোখে দেখেনা। তারা উন্নয়নের চোখে দেখে না অথচ ব্যবহার ঠিকই করছে ডিজিটাল বাংলাদেশের সব কিছু। 


সোহরাওয়ার্দীতে যুব লীগের মহাসমাবেশে উপস্থিত নেতা কর্মী/ছবি সংগৃহীত 


তার সব সুবিধা ভোগ করছে। উন্নয়ন চোখে দেখে না অথচ কি করছে  বিএনপি নেতারা? তারা ক্ষমতায় থাকতে লুটপাট করেছে, দেশের কোন উন্নয়ন করেনি খালেদা জিয়া। ২০০১ সালে এসে হাজার হাজার নেতাকে অপারেশন ক্লিনহার্ট নামে হত্যা করেছেন। বিএনপির নেতৃত্বে এখন কারা? খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন একটি টাকাও পায়নি এতিমরা। এক পয়সা না দিয়ে সমস্ত টাকাটা মেরে দিয়েছে। সে কারণে ১০ বছরের সাজা হয়েছে । তারপর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে একধাপ এগিয়ে মানিল্যান্ডারিং মামলায় তারেক জিয়া বছরের সাজা হয়েছে। এছাড়া গ্রেনেড হামলায় তিনিও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।    

যাদের নেতাদের নেতাই খুনি আসামি, তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না। বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতারা কখনও ভেবেছিল বাংলাদেশের স্যাটেলাইট আকাশে উড়বে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা করে দিয়েছে। সরকারের নানা উন্নয়ন উদ্যোগ এর চিত্র তুলে ধরেন শেখ হাসিনা।  বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। প্রধানমন্ত্রী দেশের আর্থিক পরিস্থিতি তুলে রিজার্ভের অর্থের টাকা প্রসঙ্গে বলেন, রিজার্ভের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হচ্ছে। দেশের টাকা দেশেই থাকছে। 

প্রধানমন্ত্রী মাদক, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে যুবলীগ কর্মীদের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি করোনাকালীন সময়ে যেভাবে সাধারন মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন যুবলীগ কর্মীরা, সেজন্য তাদের সবাইকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি। 



শেয়ার করুন