১৯ এপ্রিল ২০১২, শুক্রবার, ০১:৫৬:২০ পূর্বাহ্ন


বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা
সভাপতি রওনাকুল ও সাধারন সম্পাদক সাইফ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২২
সভাপতি রওনাকুল  ও সাধারন সম্পাদক সাইফ সভাপতি রওনাকুল ও সাধারন সম্পাদক সাইফ, ছবি /সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ সদস্যের  আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  কাজী রওনাকুল ইসলাম শ্রাবনকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েল কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কাজি রওনাকুল সংগঠনের সদ্য বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি আর সাইফ মাহমুদ সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

রোববার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।  এতে বলা হয় ১২ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময় হয়। কেন্দ্রীয় কমিটির সভা ছাত্রদলের গঠনের গঠন ক্ষমতা তারেক রহমানের উপর অর্পণ করেন। তিনি ছাত্রদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নিম্নলিখিত নতুন আংশিক চুড়ান্ত করেন। এছাড়া অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান। যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব  ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মাদ ইয়াহ ইয়া । 

 এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে ভোটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত হয়েছিল। তাতে  ফজলুর রহমান সভাপতি ও ইকবাল হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ছাত্র । এরমধ্যে যশোরের ছেলে সভাপতি রওনাকুল ভর্তি হয়েছিলেন ২০০৩-৪ এ, এবং বরিশালের ছেলে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ  ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 







শেয়ার করুন